নয়াদিল্লি: ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকন অভিনিত এই ছবির জন্য বহুদিন ধরেই অপক্ষায় বসে আছেন দর্শক মহল। ইতিমধ্যেই প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি।পাঠানের প্রথম দিনের আগাম বুকিং-এর সংখ্যা অনুযায়ী পাঠানের কাছে হার মেনেছে হৃত্বিক রোশনের ‘ওয়ার’। ‘ওয়ার’ এর প্রথম দিনে ৪.১০ লক্ষ টিকিট বিক্রি হলেও পাঠানের প্রথম দিনে আগাম টিকিট বুকিং হয়েছে প্রায় ৪.১৯ লক্ষেরও বেশি।
চলচিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দেশের হিসাবে কোন ছবির প্রথম দিনের আগাম বুকিংয়ের সংখ্যা কত ছিল তা নিয়ে ইতিমধ্যেই একটি ট্যুইট শেয়ার করেছেন। যা থেকে জানা গিয়েছে, আগাম টিকিট বুকিংয়ের সংখ্যার হিসাবে প্রথম বলিউড ছবি হল ‘বাহুবলী ২'(হিন্দি)। এই ছবির প্রথম দিনের শোয়ে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি আগাম বুকিং হয়েছিল।
আরও পড়ুন: শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি! ঠিক কতটা জমল ‘পাঠান’, জানা গেল ইতিমধ্যেই
দ্বিতীয় ছবি হল ‘কেজিএফ ২’ (হিন্দি) । প্রথম দিনে ৬.৫০ লক্ষ আগাম বুকিং হয় এই ছবিতে। আগাম বুকিংয়ের সংখ্যা অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে ‘পাঠান’। পাঠানের প্রথম দিনে শো দেখতে আগাম বুকিং হয়েছে ৪.১৯ লক্ষ ।
TOP 5
Ticket Sales Of *Day 1*… #Hindi and #Hindi dubbed films…
NOTE: National chains only.
1. #Baahubali2 #Hindi 6.50 lacs
2. #KGF2 #Hindi 5.15 lacs
3. #Pathaan 4.19 lacs* [1 day pending]
4. #War 4.10 lacs
5. #TOH 3.46 lacs pic.twitter.com/JzUmqbVRPK
— taran adarsh (@taran_adarsh) January 23, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Pathaan