Advertisement
ছবি মুক্তির আগেই ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানে পারদ চড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তা সে বিতর্কের পারদ হোক বা উষ্ণতার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ দেখানো শুরু হয় এই গান নিয়ে। পাড়ুকোনকে গেরুয়া বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আগে থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তা ছাড়া ছবির বিভিন্ন অংশে নায়িকার শরীরের বিভিন্ন অংশ দৃশ্যমান ছিল। ফলে ‘শালীনতা’ নিয়েও প্রশ্ন উঠেছিল।
ছবিতে একটাই গান, ‘বেশরম রং’। এই গানেই আছে দীপিকার সেই বিতর্কিত গেরুয়া বিকিনি। পরের আরও এক গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে ক্লাইম্যাক্স দৃশ্যেও তাঁর পরনে কিন্তু সেটিই৷
গানটিতে সামান্য বদল হলেও বিকিনি কিন্তু অক্ষত রয়েছে৷
প্রথম থেকেই ‘পাঠান’কে নিয়ে নেহাত কম বিতর্ক হয়নি। আইনি জটিলতা, প্রাণনাশের হুমকি, বাধাবিপত্তিও কিছু কম ছিল না। তবে সে সবের ঊর্ধ্বে উঠে শাহরুখ কিন্তু আবারও দেখিয়েই দিলেন তিনি আছেন তাঁর জায়গাতেই৷
কিন্তু গান এবং নাচের মূল চরিত্র দীপিকা পাড়ুকোন বিতর্কের জলঘোলার মাঝে নীরবতা পালন করেছিলেন। ছবি মুক্তির দিন এগোতে শুরু করলে তিনি তাঁর ‘প্রিয় গান’ ‘বেশরম রং’ নিয়ে মুখ খুলেছেন। ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস সদ্য একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করা হয়েছে।

Advertisement



নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pathaan
Advertisement