কলকাতা: আর কয়েক ঘণ্টা। আসছে ‘পাঠান’। তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে বহু মাস ধরে। একাধিক নিয়ম নতুন করে তৈরি হয়েছে, একাধিক নিয়ম ভঙ্গ হয়েছে কেবল মাত্র শাহরুখ খানের এই ছবির জন্য। দীর্ঘ কালের প্রথা ভেঙে মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি, সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহে প্রথমবার ২৫ জানুয়ারি সকাল ন’টায় ছবি দেখাবে। যেখানে সাধারণত দুপুর ১২টা থেকে প্রেক্ষাগৃহটিতে ছবি দেখানো শুরু হয়। এবার আরও বড় অসম্ভবকে সম্ভব করতে চলেছে শাহরুখের ‘পাঠান’। সারা ভারতের মোট ২৫টি তালাবন্ধ প্রেক্ষাগৃহে ‘পাঠান’ দেখানো হবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির জন্য আবার ব্যবসা এবং বিনোদনের জোগান দেওয়া শুরু করবে এই প্রেক্ষাগৃহগুলি। সবগুলিই সিঙ্গল স্ক্রিন।
‘PATHAAN’ REVIVES SINGLE SCREENS… #Pathaan is all set to revive theatrical biz, going by the terrific advance bookings… Most importantly, as many as 25 single screens across #India – which were shut – will re-open with #Pathaan this week, given the unprecedented buzz. pic.twitter.com/ICGpywDTzh
— taran adarsh (@taran_adarsh) January 23, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pathaan, Shah Rukh Khan