বাংলা নিউজ > ঘরে বাইরে > আগে টিভিতে কুচকাওয়াজ দেখতেন, এবার প্রজাতন্ত্র দিবসে নিজেই লিড করবেন লেফটেন্যান্ট চেতনা
Advertisement
Updated: 25 Jan 2023, 06:23 PM IST
Soumick Majumdar
লেফটেন্যান্ট চেতনা শর্মা জানালেন, একসময়ে টেলিভিশনে কুচকাওয়াজ দেখতেন। তাতে অংশ নেওয়া তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। এতদিন পর, এই বছর তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
1/5 ২০২৩-এ প্রজাতন্ত্র দিবসে নজর কাড়তে চলেছেন ভারতীয় সেনাবাহিনীর মহিলা আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁদের নানা ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনই এক জনপ্রিয় সেনা আধিকারিক লেফটেন্যান্ট চেতনা শর্মা। প্রজাতন্ত্র দিবসের দিন মেড-ইন-ইন্ডিয়া আকাশ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ‘আকাশে’র নেতৃত্ব দেবেন তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)2/5লেফটেন্যান্ট চেতনা শর্মা জানালেন, একসময়ে টেলিভিশনে কুচকাওয়াজ দেখতেন। তাতে অংশ নেওয়া তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। এতদিন পর, এই বছর তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ফাইল ছবি: টুইটার (Twitter)3/5একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে সেনা অফিসার জানান, এই সুযোগ পেয়ে তিনি আনন্দিত। সকলের উদ্দেশে তিনি বলেন, ‘স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সাহস ও উদ্দীপনা বজায় রাখতে হবে। যতক্ষণ না সফল হচ্ছেন, ততক্ষণ বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে।’ প্রতীকী ছবি: এএনআই (Twitter)4/5নিজের উদাহরণ দিয়ে তিনি বিষয়টি ব্যাখা করেন। প্রায় পাঁচবার ধরে চেষ্টা করেও তিনি ভারতীয় সেনা অফিসারের প্রবেশিকায় পাশ করতে পারেননি। তবে ষষ্ঠবারের চেষ্টায় তিনি সফল হন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Twitter)5/5রাজস্থানের গ্রামে বাড়ি তাঁর। ছোট থেকেই পড়াশোনায় তুখোড়। NIT ভোপালের কৃতী ছাত্রী তিনি। চাইলেই মোটা বেতনের বেসরকারি চাকরি করতে পারতেন। তবে দেশের হয়ে সেনাবাহিনীতে কাজ করার স্বপ্নের কারণেই প্রবেশিকার প্রস্তুতি শুরু করেন। ফাইল ছবি: এএনআই (Twitter)