নয়াদিল্লি: কার্তিক আরিয়ানের নতুন ছবি শেহজাদার ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে।শেষ ভুলভালাইয়া ২-তে দেখা গিয়েছিল তাঁকে। সিনেপ্রেমীদের মনে ইতিমধ্যেই ঝড় তুলেছে শেহজাদার ট্রেলার। এর মাঝেই ২৫ জানুয়ারি প্রকাশ পেতে চলেছে শেহজাদার প্রথম গান।
শেহজাদার প্রথম গান নিয়ে ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রমীরা। শেহজাদের প্রথম গান প্রকাশের খবর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই নেটিজেনদের কাছে পৌঁছে দিলেন কার্তিক আরিয়ান নিজেই। গানটি কার গাওয়া তাও জানিয়ে দিলেন অভিনেতা।
আরও পড়ুন: বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন
শেহজাদার এই গানটি অরিজিৎ সিং-এর গাওয়া বলেই জানা গিয়েছে। কার্তিক ট্যুইট করে লিখেছেন, ‘আমার মুখ আর অরিজিৎয়ের গান, সঙ্গে আগুনের ইমোও শেয়ার করেছেন এই অভিনেতা। এর থেকেই বোঝাই যাচ্ছে শেহজাদার নতুন গান দর্শকমহলে বেশ আলোরণ ফেলতে পারে বলেই মনে করছেন কার্তিক। তিনি আরও লিখেছেন ‘আমার ছবিতে অরিজিৎ-এর গান থাকবে না তা কখনও হতেই পারে না’ ।
Up next…
Aaryan Ki Shakal, Arijit ki Awaaz 🔥
PS: meri film mein @arijitsingh ka gaana na ho aisa kaise ho sakta hai ❤️
Tomorrow…. #Shehzada 👑
— Kartik Aaryan (@TheAaryanKartik) January 23, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arijit Singh, Kartik aryan