মুম্বই: আলু-পেঁয়াজের ছোট্ট দোকান! চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উলোঝুলো বস্তা! তার মাঝেই হুডি পরে বসে রয়েছেন এক বিক্রেতা। একমুখ দাড়ি, চোখে-মুখে যেন ক্লান্তির ছাপ স্পষ্ট। দেখুন তো চেনা লাগছে কি না? বিক্রেতা আর কেউই নন, ‘দ্য কপিল শর্মা শো’-এর বিখ্যাত কমেডিয়ান সুনীল গ্রোভার! কিন্তু ওই শো থেকে বেরিয়ে যাওয়ার পরে এ কী অবস্থা অভিনেতার!
আসলে এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোদ সুনীলই! তাতে ক্যাপশন দিয়েছেন, ‘হামারি আটরিয়া’। অভিনেতার এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি সাধারণ মানুষের জীবনের নিত্য লড়াইয়ের অভিজ্ঞতা অনুভব করতে চাইছেন। আর সেই স্বাদ পেতেই এক জন তারকা হয়েও জনসাধারণের মাঝে সময় কাটাতে চলে আসেন তিনি। ফলে স্বাভাবিক ভাবেই এই পোস্টে উপচে পড়েছে ভক্তদের ভালবাসা। বহু ভক্তই মজাচ্ছলে তাঁর কাছে আলু-পেঁয়াজের দর জিজ্ঞেস করেছেন। এক নেটিজেন আবার মজা করে লিখেছেন যে, “ভাই ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ দিন। আর তার সঙ্গে ধনেপাতা আর কাঁচালঙ্কা দিন বিনামূল্যে।” আর এক নেটাগরিকের বক্তব্য, “এই লুক নিয়ে বিক্রি করলে কোটিপতি হয়ে যাবেন।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sunil Grover, Viral News