মুম্বই: আর মাত্র কয়েকটা ঘণ্টা! রাত পোহালেই কিং খানের দিন! মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত ‘পাঠান’! ৪ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান! বাদশার ফ্যানেদের কাছে আজকের দিনটা যেন আর কাটতেই চায় না! কোন শোয়ে পাঠান দেখবে, দেখার আগে কী করবে, সিনেমা দেখার পর উদযাপন কেমন হবে, সব আগে থাকতে ঠিক! কিন্তু পাঠান মুক্তির পর খোদ শাহরুখ খান কী করবেন? সদ্য আয়োজিত #ASKSRK-সেশনে এক ফ্যান বাদশাকে এই প্রশ্নই করেন। তিনি বলেন, ” আগামিকাল আপনি সিনেমা দেখবেন না বক্স অফিস রেকর্ড দেখবেন?” উত্তরে বাদশা বলেন, ” কাল আমি শুধু আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাব।”
Kal main sirf apne bacchon ke saath baithunga…bas. https://t.co/lnyfmZAppO
— Shah Rukh Khan (@iamsrk) January 24, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pathaan