তামিল ভাষায় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ মনোনীত হল ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার জন্য। আসন্ন অস্কারের মঞ্চে ১৫ টি তথ্যচিত্রমূলক স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে অন্যতম কার্তিকি গঞ্জালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।
মঙ্গলবার অস্কারের ২৩ টি বিভাগে মনোনয়নগুলি ঘোষণা করেন হলিউড তারকা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস। অস্কার অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।
অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্কের অটুট বন্ধন ঘিরেই আবর্তিত হয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর পটভূমি। শিক্ষা এন্টারটেইনমেন্টের গুণীত মোঙ্গা এবং অচিন জৈন প্রযোজিত এই তথ্যচিত্রের কেন্দ্রে আছেন দক্ষিণ ভারতীয় দম্পতি বোম্মান এবং বেলি।
#Oscars2023 | India’s ‘The Elephant Whisperers’ nominated in Documentary Short Film category pic.twitter.com/omXljpptS9
— ANI (@ANI) January 24, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oscars 2023