মুম্বই: চার বছর পর পর্দায় তাঁর প্রত্যাবর্তন। উত্তেজনার পারদ যে চড়বে, তা আর নতুন করে বলে দিতে হয় না। এ বার ইতিহাস গড়তে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’। আপাতত তারই প্রস্তুতি তুঙ্গে।
কিং খানের ছবির জন্য দীর্ঘ কালের প্রথা ভাঙতে চলেছে মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি। মায়ানগরীর এই সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহটি সিনেপ্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয়। এখানে প্রায় হাজার জন দর্শক বসে ছবি দেখতে পারেন। সাধারণত দুপুর ১২টা থেকে প্রেক্ষাগৃহটিতে ছবি দেখানো শুরু হয়। বহু বছর ধরে এই নিয়মই বজায় রাখা হয়েছে।
তবে ‘পাঠান’-এর ক্ষেত্রে ব্যতিক্রম। ছবিটি মুক্তির দিন অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল ন’টায় দেখানো হবে ‘পাঠান’-এর প্রথম শো। শাহরুখের একটি জনপ্রিয় ফ্যানক্লাব টুইটারে খবরটি প্রকাশ করেছে।
আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
Gaiety में रचा जाएगा इतिहास, #पठान के साथ . आइए और #SRKUniverse के साथ बनिये इस इतिहास का हिस्सा |#Mumbai’s Iconic Theatre Gaiety will screen a movie for the first time at 9AM! DM @mannankheradia @drtinu28 to join and be a part of HISTORY!@iamsrk @yrf #Pathaan #ShahRukhKhan pic.twitter.com/fYIvZBdc5S
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) January 16, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pathaan, Shah Rukh Khan