উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং এবং মালদা জেলায়। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরে ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১১.২)
বহরমপুর (১১.২)
বাঁকুড়া (১৩.৪)
বর্ধমান (১৩.৪)
কোচবিহার (৭.৫)
দার্জিলিং (০.৮)
কালিম্পং (৬.৮)
দিঘা (১৭.১)
কলকাতা (১৬.৭)
দমদম (১৫.৫)
কৃষ্ণনগর (১১.৮)
মালদহ (১১.৮)
মেদিনীপুর (১৬.৫)
শিলিগুড়ি (৯.৩)
শ্রীনিকেতন (১০.৩)
সুন্দরবন (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৪)
বহরমপুর (২২.4)
বাঁকুড়া (২১.৪)
বর্ধমান (২১)
কোচবিহার (২০.৪)
দার্জিলিং (৭.৪)
কালিম্পং (১৪)
দিঘা (২৫.২)
কলকাতা ( ২৩.১)
দমদম (২২.৯)
কৃষ্ণনগর
মালদহ (২১.৭)
মেদিনীপুর (২১.৭)
শিলিগুড়ি (২৪)
শ্রীনিকেতন (২১.৮)
সুন্দরবন (২৪.৫)