মুম্বই: জয়জয়কার রাজামৌলির ছবি ‘আর আর আর’-এর। ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জিতল রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। শনিবার লস অ্যাঞ্জলসে অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। তিনি বলেন, ‘‘এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রামচরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।’’
গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে রাজামৌলি ও কীরাবাণীর দেখা হয় কিংবদন্তী পরিচালক স্টিফেন স্পিলবার্গের সঙ্গে। সাক্ষাতের সেই অভিজ্ঞতাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দু’জনে। রাজামৌলি লেখেন, ” ভগবানের সঙ্গে দেখা হল”! স্পিলবার্গের ছবি ‘দ্য ফেবলম্যানস’ সেরা ছবি (ড্রামা) আর সেরা পরিচালকের খেতাব। আর আর আর মনোনীত হয়েছিল সেরা নন ইংলিশ ছবি আর সের গানের বিভাগে। সেরা গানের খেতাব জিতে নেয় আর আর আর।
I just met GOD!!! pic.twitter.com/NYsNgbS8Fw
— rajamouli ss (@ssrajamouli) January 14, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RRR