বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে প্রতিবাদ দেখানো আইনজীবীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে কলকাতা হাই কোর্টে। এদিকে বাংলার স্কুলে স্কুলে মিড–ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অপরদিকে আজ সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রবিবার সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্যস্নানের তিথি। জোশীমঠের পরিস্থিতির ওপরও থাকবে নজর। সারা দিনের যাবতীয় খবরের ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
কুন্তলের বিরুদ্ধে ফের বিস্ফোরক তাপস
ফের বিস্ফোরক তাপস মণ্ডল। এবার তিনি অভিযোগ করলেন, আশ্বাস দিয়েও চাকরি না দিয়ে ২৬০০ চাকরিপ্রার্থী থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।
বিমান বসু, মহম্মদ সেলিমকে চিঠি অধীরের
‘পাহাড় থেকে সাগর’ কর্মসূচীতে যোগ দিতে সিপিএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশাপাশি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও পিডিএসকে নেতৃত্বকে চিঠি দিলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী।