Bangladesh: আজ মাঝরাত থেকে ঢাকা-গাজীপুরের একাধিক রাস্তা বন্ধ, কিন্তু কেন?

Advertisement

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে আজ শনিবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে ইজতেমা সংলগ্ন মহাসড়কে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বন্ধ রাখা হবে যানবাহন চলাচল। গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর, কামারপাড়া থেকে আশুলিয়া ও টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত মহাসড়কে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানান। এছাড়াও গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে বলা কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:

১. আখেরি মোনাজাতের পূর্ব রাত অর্থাৎ ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি দিবাগত রাত্র ২টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য ভারি যানবাহন আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।

২. আশুলিয়া থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

৩. মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল প্রকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে।

৪. কাকলী ও মিরপুর থেকে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানকে হোটেল র‍্যাডিসন গ্যাপে ডাইভারশন দেওয়া হবে। উল্লিখিত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হল।

৫. আখেরি মোনাজাত অর্থাৎ ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রীজ-আগুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, কাকলী ও মিরপুর থেকে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন দেওয়া হবে। এছাড়া প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহনকে কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।