North Bengal
oi-Sanjay Ghoshal

পাহাড়ে এবার সিপিএমেও ভাঙন ধরল। পাহাড়ের শাসক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আরও শক্তি বাড়াল। পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম নেতা নির্মল দেওয়ান যোগ দিলেন অনীত থাপার দলে। পাহাড়ে দলবদলের হিড়িকে ভাঙন ধরল সিপিএমেও।
পাহাড়ে প্রায় কুড়ি বছর পর পঞ্চায়েত নির্বাচনের নির্দেশিকা জারি হয়েছে। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক দলের ছত্রছায়া ছেড়ে আর একদলের ছত্রছায়ায় আশ্রয় নেওয়া প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে পাহাড়ে। এদিনও তার ব্যতিক্রম হল না।

এদিন সোনাদা অঞ্চলের সিপিএম নেতা নির্মল দেওয়ান যোগ দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। তিনি গত জিটিএ নির্বাচনে সোনাদা-পাচেং গোষ্ঠী থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এদিন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় সিপিএম নেতা নির্মল দেওয়ান ছাড়াও যোগ দেন তাঁর স্ত্রী। জিটিএ সদস্য আনোশ থাপার হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তাঁরা।
শুধু নির্মল দেওয়ান দম্পতিই নন, এদিন তাঁদের সঙ্গে মুন্ডা বস্তির আরও ৩৫টি পরিবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করেন। তাঁদের হাতেও দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিন মুন্ডা বস্তি পাবলিক বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব সম্পন্ন হয়।
এদিনের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সুকদেব রায়, কোষাধ্যক্ষ মানকুস রাই-সহ মহিলা ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক সুকদেব রাইয়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিটিএ সদস্য অনোশ থাপা, সদ্য দলে যোগ দেওয়া নির্মল দেওয়ান, কোষাধ্যক্ষ মানকুস রাই প্রমুখ।
সম্প্রতি পাহাড়ে পালাবদল ঘটেছে। হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভা দখল করে নিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আকস্মিক উত্থানের মতোই সাত তাড়াতাড়ি পতন হল অজয় এডওয়ার্ডের হামরো পার্টির। আর দার্জিলিং পুরসভার আস্থা ভোটে তৃণমূলের সমর্থনে অনীত থাপার দল জিতে পাহাড়ে একচ্ছত্র আধিপত্য় কায়েম করতে সফল হল।
সম্প্রতি জিটিএ নির্বাচনে অনীত থাপার দল প্রজাতান্ত্রিক মোর্চা বিজয়ী হওয়ার পর থেকেই পাহাড়ে রাজনীতি মোড় নিতে শুরু করে। দার্জিলিং পুরসভার শাসক দল হামরো পার্টি ভেঙে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে অনীত থাপার দল। ৬ জন কাউন্সিলর হামরো পার্টি ছেড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমে যোগ দেন। তারপর পালাবদল হয় দার্জিলিং পুরসভা।
আবার পাহাড়ে পালাদবদলের পরই তৃণমূল ছাড়েন বিনয় তামাং। তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রকে পদদলিত কররা অভিযোগ তুলে তিনি দল ছেড়ে দেন। এবার সিপিএমেও ভাঙন ধরল। এরই মধ্যে হামরা পার্টি ছে়ড়ে একাধিক নেতা-নেত্রী দলবদল করছে। ফলে পাহাড়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে।
- শুভেন্দুর উল্টো সুর সূর্যকান্তের গলায়! বিজেপিকে নিয়ে সিপিএমের দুমুখো নীতি বলছে তৃণমূল
- বিজেপির সঙ্গে জোট করলে দল ছাড়তে হবে, পঞ্চায়েত নির্বাচনের আগে কড়া বার্তা সিপিএমের
- তৃণমূলকে উড়িয়ে দিল বামেরা, পঞ্চায়েতের আগে লাল নিশান উড়ল শুভেন্দুর জেলায়
- দিদির সুরক্ষা কবচের আড়ালে নিজের রক্ষা কবচ খুঁজছেন মমতা, দুর্নীতিতে বিঁধতে মোক্ষম বাণ সেলিমের
- বাংলায় ঘুরে দাঁড়াতে সিপিএমের পাখির চোখ পঞ্চায়েত, বুথ সংগঠনে জোর সেলিমের
- কংগ্রেস-সিপিএম জোট করে লড়বে বিধানসভা নির্বাচনে! বিজেপিকে হারাতে বদল সমীকরণে
- পঞ্চায়েত ভোটের আগে সিপিএমের সঙ্গে জোট গড়তে মরিয়া বিজেপি, শুভেন্দুর পদক্ষেপে জল্পনা
- Tripura: পুড়ে খাক বিপ্লব দেবের পৈতক ভিটে, অগ্নি সংযোগের নেপথ্য সিপিএম অভিযোগ বিজেপির
- MD Salim: শিক্ষক নিয়োগে ২ দুর্নীতিবাজ বাইরে! তৃণমূলের জন্ম বৃত্তান্ত-মমতাকে কটাক্ষ মহঃ সেলিমের
- MD Salim: শুভেন্দু-মমতা একসঙ্গে মিছিল করুক! দুর্নীতি থেকে প্রধানমন্ত্রীর সফর, বিস্ফোরক মহঃ সেলিম
- MD Salim: নবান্ন থেকে ছাপ্পান্ন, দুই সরকারকে তাড়ানোর ডাক! দুয়ারে সরকারের তথ্য এনপিআর-এ, বিস্ফোরক মহঃ সেলিম
- বিজেপির মিছিলে উড়ছে সিপিএমের পতাকা, পঞ্চায়েত নির্বাচনের আগে জোট-অঙ্কে নয়া মোড়
English summary
CPM leader Nirmal Deoan joins Anit Thapa’s BGPM before Pancahayat Election in hill.