#মুম্বই: নতুন বছরকে স্বাগত জানাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন সারা আলি খান। সদ্য মুম্বই ফিরেছেন আর এক্কেবারে এয়ারপোর্টেই ভাইরাল হলেন সৈফ-আলি-খান কন্যা! কারন শুনলে চোখ কপালে উঠবে! এয়ারপোর্টে প্রকাশ্যে খুলে যাচ্ছিল সারা-র প্যান্ট! সামনেই ক্যামেরা তাক করে পাপারাৎজিদের দল। কী করবেন ‘কেদারনাথ’ নায়িকা? শেষমেশ কোনওক্রমে একহাতে প্যান্ট ধরে রেখে গাড়ির দিকে ছুটলেন! নায়িকার সেই মুহূর্ত লেন্সবন্দি করতে ছাড়েনি আলোকচিত্রীরা! সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই দৃশ্য এখন রীতিমত ভাইরাল–
দেখুন–
এয়ারপোর্টে সারা আলি খানের পরনে ছিল সাদা ক্রপ টপ, নীল রিপড জিনস, কাঁধে মানানসই ব্যাগ, চোখে রোদ-চশমা। বিপত্তি ঘটাল সারা-র প্যান্ট! সেটি বেজায় ঢোলা। প্রায় খুলে যাওয়ার জোগাড়। ভিডিও দেখে স্পষ্ট, সারা খোদ অস্বস্তিতে ছিলেন! প্যান্ট-টি সরসর করে কোমর থেকে নেমে যেতে থাকে। একহাতে প্যান্ট ধরে, অন্যহাতে প্যান্ট উপরের দিকে তুলে গাড়ির দিকে দ্রুত এগিয়ে যান সারা। বার বার হাত দিয়ে প্যান্ট কোমরে উঠিয়ে রাখছিলেন।
শুধুই সোশ্যাল মিডিয়া নয়, কেরিয়ারেও আপাতত বেশ ব্যস্ত সারা আলিখান। পাইপলাইনে রয়েছে ‘গ্যাসলাইট’, ‘লুকাছুপি ২’–এর মতো ছবি। পাশাপাশি দেখা যাবে ‘ড্রিম গার্ল ২’-তেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sara Ali Khan