নয়াদিল্লি: ইতিমধ্যেই ভারতকে গর্বিত করেছে রাজামৌলির ম্যাগনাম ওপাস ‘আরআরআর’ । বেভারলি হিলস-এ অনুষ্ঠিত 80 তম গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা সঙ্গীতের অ্যাওয়ার্ড পেয়েছে ‘আরআরআর’ এর ‘নাটুনাটু’ গান। এই পুরষ্কারের ঘোষণা হওয়া মাত্রই খুশির ফোয়ারা উঠেছে ভারতের সিনেমা জগত সহ দর্শক মহলে।
হুকস্টেপে পা মেলালেন দুই সেলেব্রিটি। একে অপরকে জড়িয়ে ধরে ঠিক যেন সিনেমার রাজু ও ভিমের মতই বন্ধুত্বের প্রতিচ্ছবি পাওয়া গেল ভিডিওর মধ্য দিয়ে। এরকমই এক নজরকাড়া ঘটনা ঘটল সোশ্যাল মিডিয়ায় । ‘নাটুনাটু’ হুক স্টেপে ক্যমেরাবন্দি হলেন এই সিনেমার দুই প্রাণভ্রমরা । না রামচরণ ও জুনিয়ার এনটিআর নয় এই দৃশ্যে নাচতে দেখা গেল প্ররিচালক রাজামৌলি এবং সঙ্গীতকার কিরাভানিকে । এই নাচের ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Bollywood Stars Clicked: শাহরুখ খান থেকে ভিকি কৌশল, সারা… পাপারাৎজিদের ক্যামেরায় বলি-তারকারা, দেখুন
এর আগেও পরিচালর রাজামৌলি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কিরাভানির সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, এই পোস্টের মাধ্যমেই নিজের দূর সম্পর্কের আত্মীয় ও প্রবীণ সঙ্গীত সুরকারকে অভিনন্দন জানান তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: RRR