জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আজ মুম্বইয়ের আদালত রায় দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিকে আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মবার্ষিকী। এই আবহে আজ থেকে রাজ্যে শুরু হবে বিবেক চেতনা উৎসব। আজ স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু রাজনৈতিক নেতার। দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট জানতে চুখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
সল্টলেকের এফডি ব্লকের বাজারে আগুন
সল্টলেকের এফডি ব্লকের বাজারে আগুন লাগল ভোরে। জানা গিয়েছে, ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। শতাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু হবে।
আজ বাতিল ৩২৫টি ট্রেন
আজ দেশ জুড়ে বাতিল করা হয়েছে ৩২৫টি ট্রেন। এর মধ্যে হাওড়া এবং শিয়ালদা শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন রয়েছে।