লাইভ আপডেটস
Updated: 11 Jan 2023, 09:56 PM IST
Ayan Das
Durban Super Giants vs Joburg Super Kings Live Score: ডারবান সুপার জায়েন্টস বনাম জোবার্গ সুপার কিংস ম্যাচের লাইভ স্কোর, আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
Durban Super Giants vs Joburg Super Kings Live Score: আজ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় দিন। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে নেমেছে ডারবান সুপার জায়েন্টস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত হলুদ বাহিনীর। সেই ডারবান সুপার জায়েন্টস বনাম জোবার্গ সুপার কিংস ম্যাচের লাইভ স্কোর, আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
‘সিংহ’ ফেরেইরা, বিধ্বংসী ইনিংসে খেলায় ফেরাচ্ছেন কিংসকে
১৩ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর চার উইকেটে ৮৯ রান। জোবার্গকে খেলায় ফেরালেন ডোনাভোন ফেরেইরা। ২৩ বলে ৪০ রানে অপরাজিত তিনি। ফ্যাফ ডু’প্লেসি ৩৮ বলে ৩০ রানে অপরাজিত।
৪ উইকেট হারিয়ে ধুঁকছে কিংস, ভরসা ফ্যাফ
১০ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর চার উইকেটে ৫৮ রান। দশম ওভারে ১৬ রান হল। একটি চার এবং একটি চার মারেন ডোনাভোন ফেরেইরা। ১১ বলে ১৮ রান। ২২ বলে ২২ রানে খেলছেন ফ্যাফ ডু’প্লেসি।
সুপার কিংসকে উদ্ধার করতে পারবেন ফ্যাফ?
আট ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর চার উইকেটে ৩৯ রান। ক্রিজে আছেন ফ্যাফ ডু’প্লেসি (১৬ বলে ১৫ রান) এবং ডোনাভোন ফেরেইরা (পাঁচ বলে ছয় রান)।
৬ ওভারে ২৭ রানে ৪ উইকেট – প্রবল চাপে সুপার কিংস
পাওয়ার প্লে’তে প্রবল চাপে জোবার্গ সুপার কিংস। ঢিমেগতির পিচে হাসফাঁস করছেন ফ্যাফ ডু’প্লেসিরা। ৬ ওভারে জোবার্গের স্কোর চার উইকেট ২৭ রান। ষষ্ঠ ওভারেই জোড়া উইকেট নিলেন প্রেনেলান সুব্রায়েন। নয় বলে নয় রানে অপরাজিত ফ্যাফ ডু’প্লেসি। তৃতীয় বলে আউট করেন কাইল ভেরেইনেকে আউট করেন (নয় বলে ১০ রান)। শেষ বলে আউট করেন লুইস গ্রেগরিকে (তিন বলে দু’রান)।
কিংসের প্রথম চার মারলেন ফ্যাফ
চার ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর দু’উইকেট ১৪ রান। দলের প্রথম চার মারলেন ফ্যাফ ডু’প্লেসি।
তৃতীয় ওভারেই ২ উইকেট সুপার কিংসের, ভালো শুরু জায়েন্টসের
বাজেভাবে আউট! দ্বিতীয় উইকেট পড়ল জোবার্গ সুপার কিংসে। ফুলটস বলে আউট হলেন জানেমন মালান। ২.৫ ওভারে জোবার্গের স্কোর দুই উইকেটে আট রান। অফস্টাম্পের বাইরে ফুলটস ছিল। পৃথিবীর যে কোনও প্রান্তে মারতে পারতেন মালান। মারলেন এক্সট্রা কভারে থাকা ফিল্ডারের হাতে। আর মুখ দেখে উঠেছিলেন ডোয়েন প্রিটোরিয়াস?
চাপে সুপার কিংস
ক্রিজে এসেছেন ফ্যাফ ডু’প্লেসি। দু’ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর ছয় রান। পড়েছে এক উইকেট। ভালোভাবে শুরু ডারবান সুপার জায়েন্টস।
দারুণ শুরু জায়েন্টসের, প্রথম উইকেট পড়ল সুপার কিংসের
আউউউউউউট! নিজের বলেই দারুণ ক্যাচ কেশব মহারাজের। ১.২ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর এক উইকেটে চান রান। তিন বলে এক রানে আউট হয়ে ফিরলেন রেজা হেনড্রিক্স। বলটা আহামরি ছিল না। লেগস্টাম্পে ফুল লেংথে বল। পিচে কিছুটা যেন থমকে গেল। তাতেই খেলা শেষ রেজার। ব্যাটের মাথায় বল লেগে বোলারের দিকে উড়ে গেল। আউট!
ভালো শুরু ডারবানের
প্রথম ওভার শেষ। সুইং পেলেন কাইল মায়ার্স। জোবার্গ সুপার কিংসের স্কোর বিনা উইকেটে তিন রান। ভালো শুরু ডারবান সুপার জায়েন্টসের।
যেন CSK বনাম LSG খেলা হচ্ছে!
দক্ষিণ আফ্রিকায় যেন চেন্নাই সুপার কিংস (CSK) এবং লখনউ সুপার জায়েন্টসের (LSG) খেলা হচ্ছে। কারণ জোবার্গ সুপার কিংসের মালিক হলেন চেন্নাই সুপার কিংসের মালিকরা। ডারবান সুপার জায়েন্টসের মালিক হলেন লখনউয়ের মালিকরা।
শুরু কিংস বনাম জায়েন্টস লড়াই
জোবার্গ সুপার কিংসের হয়ে ওপেন করতে নামলেন জানেমন মালান এবং রেজা হেনড্রিক্স। তিনে নামবেন ফ্যাফ ডু’প্লেসি। ডারবান সুপার জায়েন্টসের হয়ে নয়া বল হাতে কাইল মায়ার্স। শুরু খেলা।
ডারবানস সুপার জায়েন্টসের দল
কুইন্টন ডি’কক (অধিনায়ক এবং উইকেটকিপার), কাইল মায়ার্স, ম্যাথু ব্রিটৎজকে, হেনরিখ ক্লাসেন, প্রেনেলান সুব্রায়েন, জেসন হোল্ডার, উইয়ান মাল্ডার, ডোয়েন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, আকিলা ধনঞ্জয় এবং কিমো পল।
জোবার্গ সুপার কিংসের দল
ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক), জানেমন মালান, রেজা হেনড্রিক্স, কাইল ভেরেইনে (উইকেটকিপার), লুইস গ্রেগরি, ডোনাভোন ফেরেইরা, রোমারিও শেফার্ড, জর্জ গার্টন, আলজারি জোসেফ মালুসি সিবোতো এবং অ্যারন ফাঙ্গিসো।
সুপার জায়েন্টস বনাম সুপার কিংসের লড়াই আজ
আজ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় দিন। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে নেমেছে ডারবান সুপার জায়েন্টস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত হলুদ বাহিনীর।
টসে জয় সুপার কিংসের, প্রথমে ব্যাট হলুদ বাহিনীর
টসে জিতলেন জোবার্গ সুপার কিংসের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন হলুদ বাহিনীর অধিনায়কের।
বন্ধ করুন