বাংলা নিউজ > বায়োস্কোপ > Upcoming Pan India Movies: ‘পুষ্পা ২’ থেকে ঐশ্বর্যর ‘PS 2’, যে ৬ প্যান ইন্ডিয়া ফিল্ম এ বছর মুক্তির অপেক্ষায়
Advertisement
Updated: 09 Jan 2023, 05:56 PM IST
লেখক Priyanka Bose
Upcoming Pan India Movies: ২০২২ সালে একগুচ্ছ প্যান ইন্ডিয়া ফিল্ম বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে। করোনার পর কার্যত সেই ছবিগুলির হাত ধরে ভারতীয় বিনোদন জগত একটু মাথা তুলে দাঁড়িয়েছে। এ বছর কোন কোন প্যান ইন্ডিয়া ফিল্ম মুক্তির অপেক্ষায়, দেখুন-
1/7২০২৩ সালে একগুচ্ছ প্যান ইন্ডিয়া ছবি মুক্তির অপেক্ষায়। গত বছর পুষ্পা এবং RRR এর মত অনেক প্যান ইন্ডিয়া ছবি ঝড় তুলেছে বক্স অফিসে। এই বছরও অনেক প্যান ইন্ডিয়া ছবি মুক্তির অপেক্ষায়। কোন কোন ছবি রয়েছে সেই তালিকায়-2/7প্রভাস, সইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘আদিপুরুষ’ এই বছরের জানুয়ারির শেষের দিকে মুক্তি পেতে চলেছে।3/7প্যান ইন্ডিয়া ছবিক তালিকায় রয়েছে PS2। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।4/7প্রভাসের ‘সালার’ও চলতি বছরের জুন মাসে একাধিক ভাষায় মুক্তি পাবে।5/7দীপিকা পাড়ুকোন ও প্রভাসের ‘প্রজেক্ট K’-ও মুক্তি পাবে এ বছর। ছবিতে অমিতাভ বচ্চনও রয়েছেন।6/7বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছে ‘পুষ্পা’। এরপর ছবির দ্বিতীয় পার্টের অপেক্ষায় রয়েছেন দর্শক। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘পুষ্পা ২’।7/7সামান্থা রুথের ছবি ‘শকুন্তলম’ও এই বছর একাধিক ভাষায় মুক্তি পাবে।