IND U19 vs AUS U19: ৮ রানে ৩ উইকেট শেফালির – U19 বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে অজিদের হারাল ভারত

Advertisement

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। জিতল ১৮ রানে। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক শেফালি বর্মা। চার ওভারে আট রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

সোমবার দক্ষিণ আফ্রিকার স্টেইন সিটি স্কুল ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নেমেছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৯৭ রান তোলেন শেফালিরা। লো-স্কোরিং ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন হৃষিতা বসু। অন্যদিকে, ১১ রান করেন ভারতীয় সিনিয়র দলের তারকা তথা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অপর উইকেটকিপার রিচা ঘোষ।

স্বল্প রানের পুঁজি রক্ষা করতে নেমে দুর্দান্ত বোলিং করে ভারতীয় দল। বিশেষত বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন শেফালি। চার ওভারে মাত্র আট রান দেন। তুলে দেন তিনটি উইকেট। সেই বোলিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ৭৯ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। অর্থাৎ ১৮ রানে জিতে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের অভিযান শুরু করেছে ভারত।

আরও পড়ুন: U19 World Cup 2023 – শুরু হচ্ছে ছোটো মিতালি-ঝুলনদের দাপট, ২০২৩ সালে হবে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল

মূল দল: শেফালি বর্মা (অধিনায়ক), শ্বেতা শেহরাওয়াত (সহ-অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), জি তৃষা, সৌম্যা তিওয়ারি, সোনিয়া মেহদিয়া, হারলে গালা, হৃষিত বসু (উইকেটকিপার), সোনম যাদব, মন্নত কাশ্যপ, অর্চনা দেবী, পার্শবী চোপড়া, তিতাস সাধু, ফলক নাজ এবং শবনম এমডি।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: শিখা, নাজলা সিএমসি এবং যশশ্রী।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।