#কলকাতা: মাস কয়েক আগেই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন তৃণা সাহা। এ বার বলিউডের আরও অভিনেতার সঙ্গে দেখা গেল তাঁকে। সৌজন্যে ইনস্টাগ্রাম।
শনিবার একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন তৃণা। সেখানে শান্তনু মহেশ্বরীর সঙ্গে দেখা যায় তাঁকে। ব্যাকগ্রাউন্ডে ‘পাঠান’-এর ‘ঝুমে জো পাঠান’। গত বছরে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেছিলেন শান্তন। এ বার কি তৃণার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি? পর্দার গুনগুনের পোস্ট দেখার পর থেকে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীমহলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actress, Trina Saha