বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Ganguly’s movie: পরিণীতা থেকে ইন্দুবালা ভাতের হোটেল- কোন কোন ছবিতে শুভশ্রীর চরিত্র নজর কাড়ল সবার
Advertisement
Updated: 07 Jan 2023, 09:07 PM IST
লেখক Subhasmita Kanji
Subhashree Ganguly’s movie: এই বিনোদন জগতে পনের বছর পার করে ফেলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু সম্প্রতি তাঁকে একাধিক ছক ভাঙা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁর অভিনয় করা কোন কোন চরিত্র সকলের নজর কাড়ল।
1/7২০০৭ সালে পিতৃভূমি ছবির হাত ধরে টলিউডে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর পনের বছর কেটে গিয়েছে। নিজেকে ভেঙে গড়ে নতুন করে তৈরি করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বারংবার নতুন নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের সন্দেহ দূর করে নিজেকে নতুন করে মেলে ধরেছেন তিনি। আসুন দেখে নেওয়া যাক সাম্প্রতিককালে তাঁর অভিনয় করা কিছু ছবি এবং তার চরিত্রকে। 2/7সবার আগে বলা যাক পরিণীতার কথা। ২০১৯ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি। এখানে তাঁকে প্রথম ভাগে এক চুলবুলি স্কুল ছাত্রীর ভূমিকায় দেখা যায়। প্রথম প্রেমে পড়া, বন্ধুদের সঙ্গে নতুন নতুন জিনিসের স্বাদ আস্বাদন করা কত কীই! কিশোরী মেয়ের চরিত্র থেকে পূর্ণবয়স্কা একটি মেয়ের লড়াই দারুন ফুটিয়ে তুলেছেন তিনি। এখানে তাঁর চরিত্রের নাম ছিল মেহুল। 3/7ধর্মযুদ্ধ ছবিটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। এখানে তিনি মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন। এক গর্ভবতী মেয়ের লড়াই, তাঁর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক এই ছবিতে ধরা পড়েছিল। 4/7ধর্মযুদ্ধ ছবিটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। এখানে তিনি মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন। এক গর্ভবতী মেয়ের লড়াই, তাঁর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক এই ছবিতে ধরা পড়েছিল। 5/7হাবজি গাবজি ছবিটি গত বছর মুক্তি পেয়েছে। এখানে অভিনেত্রীকে উচ্চাকাঙ্খী এক মায়ের চরিত্রে দেখা যায়। তাঁর প্রত্যাশা, চাপ কীভাবে তাঁর সন্তানকে অনলাইন গেমের নেশায় মত্ত করে তোলে সেটাই এখানে ধরা পড়েছে। এখানে তাঁর চরিত্রে নাম ছিল অহনা বসু। 6/7বৌদি ক্যান্টিন ছবিটিও গত বছর মুক্তি পেয়েছে। এখানে শুভশ্রীকে এমন এক মধ্যবিত্ত মহিলার চরিত্রে দেখা যায় যে তাঁর স্বপ্নপূরণের পথে এগিয়ে যায়। নিজের একটা পরিচয় গড়ে তোলে। এবং রান্নাকে হাতিয়ার করে তিনি কীভাবে একজন ব্যবসায়ী হয়ে উঠলেন সেটাই দেখা যায়। 7/7সব শেষে বলা যাক, ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের কথা। কেরিয়ারের মধ্যে গগনে থাকা সত্বেও এই ওয়েব সিরিজে তাঁকে এক বয়স্ক মহিলার চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির পোস্টার সবার নজর কেড়েছে। প্রস্থেটিক মেকআপে তাঁকে অনবদ্য মানিয়েছে।