বাংলা নিউজ > বায়োস্কোপ > Actresses Who Never Wore Bikini: টাবু থেকে রানি, রুপোলি পর্দায় রাজ করলেও বিকিনিতে কখনও ধরা দেননি এই ৬ বলি নায়িকা
Advertisement
Updated: 07 Jan 2023, 05:20 PM IST
লেখক Priyanka Bose
Actresses Who Never Wore Bikini: বলিউড অভিনেত্রীদের মধ্যে অনেকেই আছেন যারা সবসময় তাঁদের নিজের শর্তে কাজ করেছেন। টাবুর মতো কিছু অভিনেত্রী নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, পর্দার সামনে কখনও বিকিনি পরবেন না। অনেক অভিনেত্রী রয়েছেন যারা অনস্ক্রিনে কখনও বিকিনি পরেননি।
1/7বলিউডে অনেক অভিনেত্রী আছেন যারা তাঁদের অন-স্ক্রিন অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন। এই অভিনেত্রীদের মধ্যে অনেকেই আছেন যারা সবসময় তাঁদের নিজের শর্তে কাজ করেছেন। টাবুর মতো কিছু অভিনেত্রী নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, পর্দার সামনে কখনও বিকিনি পরবেন না। টাবু আজও নিজের সিদ্ধান্তে অটল। টাবুর পাশাপাশি আরও অনেক অভিনেত্রী রয়েছেন যারা অনস্ক্রিনে কখনও বিকিনি পরেননি।2/7‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ ,করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এখনও পর্যন্ত কোনও ছবিতে বিকিনি পরেননি অভিনেত্রী।3/7‘দ্য ডার্টি পিকচারে’ একাধিক সাহসমী দৃশ্যে অভিনয় করে লাইমলাইটে ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু অনস্ক্রিনে কখনওই বিকিনি পরেননি অভিনেত্রী।4/7অভিনেত্রী টাবু সিদ্ধান্ত নিয়েছেন, পর্দার সামনে কখনও বিকিনি পরবেন না। টাবু আজও নিজের সিদ্ধান্তে অটল। 5/7প্রায় তিন দশক ধরে বলিউডে অভিনয় করছেন রানি মুখোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত কোনও ছবিতে পর্দায় বিকিনি পরে দেখা মেলেনি নায়িকার। 6/7হুমা কুরেশিও অনস্ক্রিন বিকিনি পরে আসা থেকে নিজেকে দূরে রেখেছেন।7/7প্রায় সব ধরনের চরিত্রেই অভিনয় করেছেন শেফালি শাহ। নিজের অভিনয় দিয়ে ভিন্ন অবস্থানে থাকা শেফালিকে অনস্ত্রিনে কখনও বিকিনি পরে দেখা যায়নি।