1/5মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বছরের শুরুতেই একের পর এক ফটোশ্যুটের ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। সাম্প্রতি ফটোশ্যুটে বেশ হট লুকে ধরা দিয়েছেন জর্জিয়া। 2/5একটি ধূসর রঙের পোশাকে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন জর্জিয়া। ইতালির মডেল জর্জিয়া। অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই নাকি জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ খান। 3/5সদ্য সাদা পোশাকেও নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন জর্জিয়া। ফিটনেস ফ্রিক তিনি। নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করেন। 4/5পোশাকে টোনড ফিগার শো-অফ করছেন জর্জিয়া। তাঁর লাস্যের ছটায় মুগ্ধ নেটপাড়া। 5/5জর্জিয়ার নতুন ছবিতে ঘুম উড়েছে ভক্তদের।