বাংলা নিউজ > বায়োস্কোপ > AR Rahman Birthday: এআর রহমানের ‘AR’-এর অর্থ কী? জন্মদিনে জানুন সঙ্গীত গুরু সম্পর্কে কিছু অজানা তথ্য
Advertisement
Updated: 06 Jan 2023, 06:05 PM IST
লেখক Tulika Samadder
গানের জগতে এআর রহমানের কোনও তুলনা হয় না। বহু দর্শক, শিল্পীরা তাঁকে দিয়েছেন ভগবানের স্থান। ব্যক্তিগত জীবনে স্বাচ্ছন্দ্য তাঁর বেশি। তাই তাঁর ব্যাপারে অনেক কথাই লোকের অজানা। আসুন সেগুলোই জেনে নেওয়া যাক–
1/5দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউড থেকে হলিউডে টুটিয়ে কাজ করেছেন এআর রহমান। সুরকার হিসেবে যতটা সফল, ততটাই গায়ক হিসেবে। যার প্রমাণ ‘বন্দে মাতরম’, ‘খাজা মেরে খাজা’ (যোধা আকবর) এর মতো হিট ট্র্যাক। মেধা, নিষ্ঠা, কঠোর পরিশ্রমের জাদুতে তাঁকে সুরের জাদুকর বললেও কিছু ভুল বলা হয় না। আসুন জেনে নেই এই সঙ্গীত গুরু সম্পর্কে কয়েকটি অজানা তথ্য। 2/5এ আর রহমানের আসল নাম দিলীপ কুমার। এআর রহমান নামের আদ্যক্ষর ‘AR’ এর অর্থ হল ‘আল্লাহ রাখা’। শুনলে হয়তো অবাক হবেন দূরদর্শনের সিরিয়াল ‘ওয়ান্ডার বেলুন’-এ একটি ছোট চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।3/5জেনে অবাক হবেন যে মার্কহামে (অন্টারিও, কানাডা) একটি রাস্তা রয়েছে যা তাঁর সম্মানে নামকরণ করা হয়েছে! রাস্তাটিকে ‘আল্লাহ রাখা রহমান স্ট্রিট’ বলা হয় এবং এটি ২০১৩ সালে উদ্বোধন করা হয়েছিল।4/5এয়ার টেলের যে সিগনেচার টিউনটি শুনে শুনে আপনাদের সকলের মুখস্থ হয়ে গিয়েছে সেটাও কমপোজ করেছেন এআর রহমানই। 5/5অনেকেই জানেন না যে এ আর রহমান এবং তার ছেলে আমিন একই দিনে জন্মেছেন, ৬ জানুয়ারি। অস্কার বিজয়ী ট্র্যাক ‘জয় হো’ নিয়ে একসময় কম হইচই হয়নি। শুনলে অবাক হবেন এটি প্রথমে সলমন খান অভিনীত ‘যুবরাজ’-এর জন্য তৈরি করা হয়েছিল!