#মুম্বই: হ্যাক করা হয়েছে মনোজ বাজপেয়ীর টুইটার অ্যাকাউন্ট। শুক্রবার ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে নিজেই সে কথা জানালেন অভিনেতা।
মনোজ লিখেছেন, ‘আমার টুইটার হ্যাক করা হয়েছে। আজ আমার প্রোফাইল থেকে কিছু এলে সেটি এড়িয়ে যান। বিষয়টি ঠিক করার চেষ্টা চলছে। আপনাদের এ বিষয়ে জানাব।’ আপাতত মনোজের প্রোফাইলে সন্দেহজনক কিছু করা হয়নি। তাঁর কাজ সম্পর্কিত পোস্ট দেখা যাচ্ছে টুইটার অ্যাকাউন্টে।
মনোজের হাতে আপাতত একগুচ্ছ কাজ। সদ্য একটি কোর্টরুম ড্রামার শ্যুট শেষ করেছেন। দিন কয়েক আগে মিউজিক ভিডিওতেও হাতেখড়ি হয়েছে অভিনেতার।
আরও পড়ুন: মেয়ের ফোন ভেঙে শ্বাসরোধের চেষ্টা করেছিলেন! তুনিশার মাকে নিয়ে বিস্ফোরক সিজানের আইনজীবী
আরও পড়ুন: আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য
দিন কয়েক আগে মাকে হারিয়েছেন মনোজ। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। ডিসেম্বরে মৃত্যু হয় অভিনেতার মা।
বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন মনোজ। আপাতত তাঁর ঝুলিতে আছে ‘স্যুপ’ নামে একটি সিরিজ। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় ‘ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় কিস্তি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor, Manoj Bajpayee