#মুম্বই: বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশন একসময় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন৷ হ্যাঁ! ঠিকই শুনছেন৷ ২০১৯-এর সিনেমা ‘ওয়ার’ দর্শকরা খুব পছন্দ করেছিলেন৷ সিনেমায় অভিনয় করেছেন টাইগার শ্রফ৷ সিদ্ধার্থ আনন্দর পরিচালনায় সিনেমাতে গাড়ি এবং বাইক চেসিং-এর সিন ছিল, সেইখানে আরও অনেক মারাত্মক ফাইটিং সিন ছিল৷ কিন্তু জানেন অভিনেতা সেইসময় ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন৷ সেই বছরের সবচেয়ে আয় হওয়া সিনেমা ৪০০কোটি টাকা আয় করে, কিন্তু অভিনেতার যাত্রা কিন্তু মোটেই সুবিধার ছিল না৷ তার জিম ইনস্ট্রাক্টর ক্রিস গেথিন জানিয়েছিলেন, তাঁর শরীরের গঠনগত পরিবর্তন হওয়ার পরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywod, Bollywood actor, Bollywood Movie, Hrithik Roshan, Hritik Roshan