Advertisement
মোমিনপুরে হিংসার ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবির যোগ পেয়েছে এনআইএ। বুধবার সকাল থেকে শহরের ১৭টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারী সংস্থা। ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত সালাউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। তাঁর পরিবারের সদস্যদের একবালপুর থানায় নিয়ে আসা হয়েছে। এদিকে আবার একবালপুরে তল্লাশি চালানোর সময় এনআইএ-কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ওয়ারেন্ট ছাড়া কীভাবে তারা তালা ভেঙে তল্লাশি চালাচ্ছেন তা নিয়ে এনআইএ-র গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
Advertisement