৪৫ হাজার টাকার কেক
জন্মদিন উদযাপন করলেন মুর্শিদাবাদের সালারের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। ৬০ বছরের জন্মদিন বলে কথা। তার জন্য ৬০ পাউন্টের কেক আনিয়েিছলেন তিনি। সেই কেকের দামই ৪৫ হাজার টাকা। বিধায়কের জন্মদিনের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশি অভিনেত্রী। তাঁর উপস্থিতিতে কেক কাটেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। যা নিয়ে গোটা রাজ্যে প্রায় হইচই পড়ে গিয়েছে। আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক নেতারাও।

৫ হাজার জন আমন্ত্রিত
নিেজর জন্মদিনে ৫ হাজার জনকে আমন্ত্রণ করেছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। তাঁদের সকলকে পেটপুরে মাংস ভাত সহ এলাহি খাবার খাইয়েছিলেন বিধায়ক। অতিথিদের বিনোদনের জন্যও বাংলাদেশি নায়িকাকে নিয়ে এসে অনুষ্ঠান করানো হয়েছে। রাতভর জলসা হয়েছে বিধায়কের জন্মদিনে। সেই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা-কর্মী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক ঘনিষ্ঠরা। সালার এই জলসা দেখে বেজায় খুশি।

প্রশ্ন উঠছে টাকার উৎস নিয়ে
শুধু মাত্র জন্মদিন পালনের জন্য ১০ লক্ষ টাকা। কোথা থেকে খরচ করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। স্থানীয় বিজেপি নেতা তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, যেখানে মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছেন না সেখানে বিধায়ক লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের জন্মদিন পালন করছেন। কোথা থেকে আসছে এই টাকা। এই টাকার উৎস্য কোথায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতা।

পাল্টা তোপ তৃণমূলের
হুমায়ুন কবীরের জন্মদিন নিয়ে বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘কেউ যদি নিজের মতো করে অনুষ্ঠান করেন, তার জন্য যেন বাকিদের উপর চাপ পড়ে না। উনি জন্মদিন পালন করেছেন ষাট বছরে। এমনতেই হুজুগে-আমুদে লোক উনি। এত মানুষকে নিয়ে চলেন। এটা ব্যতিক্রমী এবং বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমাদের সকলের উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তা মাথায় রাখা।’