লাইভ আপডেটস
Updated: 03 Jan 2023, 08:19 PM IST
Sanjib Halder
আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর প্রথম ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি উভয় দলের জন্য ২০২৩ সালের প্রথম ম্যাচ এবং উভয় দলই একটি জয় দিয়ে শুরু করতে চায়। এই একটি ম্যাচ ভারতের জন্য একটি নতুন সূচনা হতে পারে, কারণ এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পান্ডিয়াকে বিসিসিআই টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে এবং এখন সে নিজেই ভবিষ্যত দলকে প্রস্তুত করবে। এই প্রেক্ষাপটে টিম ইন্ডিয়ার জন্য এটি একটি নতুন সূচনা। পান্ডিয়াও তার উপর রাখা প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন। তিনি এই ম্যাচে জয়ী হয়ে ভালো শুরু করতে চান হার্দিক।
নতুন বছরের প্রথম জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়া। বড় পরীক্ষার সামনে হার্দিক পান্ডিয়ারা।
১৫ ওভারে ভারতের স্কোর ১০১/৫
চাপে টিম ইন্ডিয়া। ১৫ ওভারের শেষে ১০১ রান করল ভারত। তবে তার মধ্যে ৫ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।
পঞ্চম উইকেটের পতন
২৭ বলে ২৯ রান করে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের স্কোর ১৪.১ ওভারে ৯৪/৫ রান।
১১ ওভারে ৭৮/৪ ভারত
১১ ওভার শেষে ভারত স্কোর বোর্ডে চার উইকেট হারিয়ে ৭৮ রান তুলল। ক্রিজে রয়েছেন হার্দিক ও হুডা।
আউট হলেন ইশান কিষাণ
২৯ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরলেন ইশান কিষাণ। হাসারাঙ্গার বলে ধনঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইশান কিষাণ।
৯ ওভারে ৬৪/৩
৯ ওভারের শেষে ভারতের স্কোর তিন উইকেটে ৬৪ রান। ক্রিজে ১৭ রান করে ক্রিজে রয়েছেন হার্দিক। ২৫ রান করে ক্রিজে রয়েছেন ইশান কিষাণ।
আউট সঞ্জু
পাঁচ রান করে আউট সঞ্জু স্যামসন। সমস্যায় হার্দিকের টিম ইন্ডিয়া। ৬.৫ ওভারে ৪৬ রান করে ৩ উইকেট হারাল ভারত।
আউট সূর্য
ভারত দ্বিতীয় উইকেট হারাল। ব্যাক্তিগত সাত রান করে করুনারত্নের বলে রাজাপক্ষের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। ভারতের স্কোর ৫.১ ওভারে ৩৮ রান।
চার ওভারে ৩৪/১
চার ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটে ৩৪ রান। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব।
আউট শুভমন গিল
অভেষক ম্যাচটা ভালো হল না। সাত রানের আউট হয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। মাহিশ থিকশানার হাতে শিকার হন তিনি।
২ ওভার শেষ স্কোর ২৬
দ্বিতীয় ওভার শেষে ভারতের স্কোর ২৬ রান। ইশান করেছেন ১৮ রান এবং গিল করেছেন ৭ রান।
প্রথম ওভারে ১৭ রান
ব্যাট হাতে ঝড় তুললেন ইশান কিষাণ। প্রথম ওভারে ১৬ রান নিলেন ইশান কিষাণ।
টিম ইন্ডিয়ার একাদশ
টিম ইন্ডিয়ার একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।
টস জিতে ফিল্ডিং নিল শ্রীলঙ্কা
বছরের প্রথম ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং নিল শ্রীলঙ্কা। ফলে বছরের প্রথমে শুরু হার্দিকের কঠিন পরীক্ষা। ব্যাট করবে ভারতীয় দল।
শুভমন গিল ও শিবম মাভি পেলেন ক্যাপ
শুভমন গিল ও শিবম মাভির হাতে ক্য়াপ তুলে দেওয়া হল। টি টোয়েন্টি দলে এই প্রথম ভারতীয় টিমে জায়গা পেলেন দুই তারকা।
পরীক্ষার সামনে হার্দিক
টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পান্ডিয়ার সামনে এই সিরিজে অনেক চ্যালেঞ্জ রয়েছে। পান্ডিয়ার সামনে প্রথম সমস্যা ওপেনিং জুটি। এই সিরিজে নেই রোহিত শর্মা, না কেএল রাহুল বা বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে ওপেনিং জুটি কী হবে তা নিয়ে ধাঁধায় পড়তে হবে পান্ডিয়াকে। ইশান কিষাণের নাম নিশ্চিত হলেও শুভমন গিল তার সঙ্গে আসেন নাকি রুতুরাজ গায়কওয়াড় তা দেখতে হবে।
নতুন করে শুরু করবেন পান্ডিয়া
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শীঘ্রই শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ টিম ইন্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পান্ডিয়া ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক এবং তিনি চান টিম ইন্ডিয়া তার অধীনে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন উচ্চতা স্পর্শ করুক। টিম ইন্ডিয়াও চাইছে নতুন বছর জয়ের সঙ্গে শুরু করতে।
বন্ধ করুন