টটেনহ্যামের বিরুদ্ধে ‘বিশ্বসেরা’ গোলকিপারকে মাঠেই নামালেন না এমেরি

Advertisement

বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হওয়ার কথা ছিল এমিলিয়ানো মার্টিনেজ ও হুগো লরিসের। দুই সেরা গোলরক্ষকের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। কিন্তু তা আর হলো না। আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজকে প্রথম একাদশেই রাখলেন না অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। মার্টিনেজের বদলে মাঠে নামলেন সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেন। মার্টিনেজের দল তাঁকে ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে পারে সেই খবর ছড়িয়ে ছিল। প্রথম একাদশে না থাকায় সেই বিতর্ক আরও বৃদ্ধি পেল।

মার্টিনেজের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অ্যাস্টন ভিলার। দলে রাখতে চাইছেন না কোচ উনাই এমেরি। কোচের সঙ্গেও সম্পর্ক তলানিতে ঠেকেছে বিশ্বকাপের সোনার গ্লাভসজয়ী গোলরক্ষকের। বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় অশ্লীল অঙ্গভঙ্গি করার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তার জন্যই দলে রাখতে চাইছে না অ্যাস্টন ভিলা। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো শুরু হলেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। এমনই জল্পনা শুরু হয়েছে ফুটবল মহলে। মার্টিনেজের আচার-আচরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এমেরি।

বিশ্বকাপে এমিলিয়ানো ছাড়াও ভালো গোল কিপিং করে সবার নজরে এসেছেন মরক্কোর গোলরক্ষক। এমির বদলে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে নিতে চাইছে অ্যাস্টন ভিলা। বিশ্বকাপে গোল্ডেন হ্যান্ড নিয়ে অশ্লীল সেলিব্রেশন এবং আর্জেন্তিনা ফিরে এমবাপের পুতুল নিয়ে জয় উদযাপনের সঙ্গে বিশ্বকাপ জয়ের রাতের ড্রেসিংরুমে এমবাপের জন্য ‘এক মিনিটের নীরবতা পালন’ মোটেই ভালো চোখে দেখেনি অ্যাস্টন ভিলা। প্রথমে তাঁর সঙ্গে কথা বলা হবে বলে জানায় ক্লাব। না মানলে ভবিষ্যতে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ক্লাব সূত্রের খবর। তবে বর্তমানে জল্পনা চলছে তাঁকে ট্রান্সফার উইন্ডোতে রাখা হবে।

বিশ্বকাপের পর ক্লাব ফুটবল শুরু হতেই এমিলিয়ানো মার্টিনেজকে প্রথম একাদশে রাখলেন না কোচ এমেরি। তাতেই বোঝা যাচ্ছে মার্টিনেজের সঙ্গে দলের ম্যানেজমেন্ট ও কোচের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। তাঁকে বাদ দিতে যেন মরিয়া তাঁর দল। এখন শুধু ট্রান্সফার উইন্ডো খোলার অপেক্ষা। তখন বোঝা যাবে অ্যাস্টল ভিলা বিশ্বকাপজয়ী গোলরক্ষককে ছেড়ে দেয় নাকি ধরে রাখে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।