উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দিন চারেক জেলাগুলির রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৪ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী দিন চারেক জেলাগুলির রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশার পরে বেলার দিকে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার নতুন বছর শুরুর দিনে এই তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪ (১২.৮)
বহরমপুর ১০ (১০.২)
বাঁকুড়া ১৪.৯ (১৫)
বর্ধমান ১১.৪
কোচবিহার ৯.৫ (১০.৬)
দার্জিলিং ৩.৪ (৪)
কালিম্পং ৯ (৯.৫)
দিঘা ১৭.৬ (১৮.৮)
কলকাতা ১৬.৩ (১৭.৫)
দমদম ১৫.৬ (১৫.৫)
কৃষ্ণনগর ১২.৮ (১২.৬)
মালদহ ১৩.৪ (১২.৯)
মেদিনীপুর ১৭ (১৬.৭)
শিলিগুড়ি ১২.১ (১২.৩)
শ্রীনিকেতন ১২.৮ (১৪)
সুন্দরবন ১৭.৫ (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৪)
বহরমপুর (২২)
বাঁকুড়া (২৩.৩)
বর্ধমান
কোচবিহার (২৪.৪)
দার্জিলিং (৯.২)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৭.১)
কলকাতা (২৫.২)
দমদম (২৫.৫)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২২.৭)
মেদিনীপুর (২৪.৭)
শিলিগুড়ি (২৫.৫)
শ্রীনিকেতন (২২.৬)
সুন্দরবন (২৬.৫)