দলের প্রতিষ্ঠা দিবসে ফের একবার নাম না করে বিচারব্যবস্থার একাংশ ও বিরোধী আইনজীবীদের আক্রমণ করলেন তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিলজলায় দলের নতুন কার্যালয়ের শিলান্যাসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতিতে চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন তিনি। যদিও পিঠ বাঁচাতে কারও নামই মুখে নেননি তিনি।
এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে অভিষেক বলেন, ‘আমি ওদের সঙ্গে বৈঠক করেছি। সবটাই আইনি জটিলতায় আটকে। SSC-র চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলের তরফে আমার সামর্থ ও ক্ষমতা অনুসারে যা করার করেছি। কিন্তু কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে তার বাইরে বেরোতে পারছেন না। রোজ খবর হওয়া যদি কারও লক্ষ্য হয় তাহলে চাকরিপ্রার্থীদের বলব আপনারা সত্যের সঙ্গে থাকুন। সরকার চায় আপনাদের চাকরি হোক।’
নাম না করে বিকাশরঞ্জন ভট্টাচার্যসহ চাকরিপ্রার্থীদের আইনজীবীদের আক্রমণ করে অভিষেক বলেন, ‘সিপিএমের কিছু আইনজীবী ও বিচারব্যবস্থার কেউ কেউ চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করছেন। নিজেকে লারজার দ্যান লাইফ প্রমাণ করতে চায় তারা। এভাবে কোনওদিন সুবিচার পাওয়া যাবে না। বিচার ব্যবস্থা ভারসাম্য রেখে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করুক।’
এর আগেও কখনও নাম করে, কখনও না করে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিকাশবাবুকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠাদিবসে ফের একবার নাম না করে মুখ খুললেন তিনি। যদিও বরিষ্ঠ আইনজীবীরা জানিয়েছেন, এই সব মন্তব্যের কোনও প্রভাব বিচারব্যবস্থার ওপর পড়ে না।