দেশকে পথ দেখাবে বাংলা মডেল। প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন ২০২৪-এর। প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের নতুন ভবনের ভিতপুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে প্রচ্ছন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
অভিষেক জানিয়েছে, বাংলায় আসন্ন পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। আমি আশা করি আগামীদিনে বিচ্ছিন্নতাবাদ, বৈষম্য, ঘৃণা, সাম্প্রদায়িকতা দূর হবে। বিরোধীরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। কিন্ত তার ফল ভালো হবে না। আগামী দিনে তা মিলিয়ে নেবেন।
অভিষেক বলেন, ২০২৩-এর পঞ্চায়েত হোক বা ২০২৪-এর লোকসভা কিংবা ২০২৬-এর বিধানসভায় দেখবেন, বিরোধীদের ফল কেমন হয়। বিরোধীরা কুৎসার রাজনীতি করছে, বাংলার মানুষ সেই কুৎসাকে মেনে নেবে না। ছুড়ে ফেলে দেবে বিরোধীদের। বিরোধীরা জনবিচ্ছিন্ন, মানুষ আমাদের সঙ্গে রয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে বিগত সমস্ত নির্বাচনে, আগামী দিনেও তা হবে।