মমতার মুখে নিজের নাম শুনে আপ্লুত শোভন কী বললেন, এবার কি ডাক আসবে দিদির, Sovan Chatterjee gives thanks to Mamata Banerjee taking his name in government program

Advertisement

Advertisement

দিদির মুখে তাঁর নাম শুনে আপ্লুত শোভন

২০১৮ সালের পর থেকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের যে দূরত্ব তৈরি হয়েছিল, তারপর থেকে স্নেহের কাননের নাম নেননি মমতা। এতদিন পর হাওড়ায় রেলের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল শোভন চট্টোপাধ্যায়ের নাম। আর দিদির মুখে তাঁর নাম শুনে শোভন চট্টোপাধ্যায় আপ্লুত।

দিদির মুখে শোভনের নাম, আনন্দিত এবং গর্বিতও

দিদির মুখে শোভনের নাম, আনন্দিত এবং গর্বিতও

নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই তাঁর তৃণমূলে কামব্যাকের জল্পনা শুরু হয়েছিল, এখন সরাসরি তাঁর নাম নেওয়ায় শোভনের রাজনৈতিক জীবন ফের নতুন করে শুরু হয় কি না, এখন তা-ই দেখার অপেক্ষা। শোভন চট্টোপাধ্যায় বলেন, দিদি আমার কথা মনে রেখেছেন, আমার নাম নিয়েছেন, তাতে আমি আনন্দিত এবং গর্বিতও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা শোভনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা শোভনের

শোভন বলেন, আমি আমার তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেহালা মেট্রো মমতা বন্দেযোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। ২০০৯ সালে যখন আমরা শুনেছিলাম, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলাম এই প্রকল্প বাস্তবহায়িত করার জন্।। বহু বাধা-বিঘ্ন এসেছিল। তা কাটিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। আজ তা বাস্তবায়িত হয়েছে।

সৌজন্যবোধে কোনওদিন কোনও কার্পণ্য দেখিনি

সৌজন্যবোধে কোনওদিন কোনও কার্পণ্য দেখিনি

এদিন এই প্রকল্প উদ্বোধনের মঞ্চে দিদি আমার কথা মনে রেখেছেন, তাতেই আমরা ধন্য হয়ে গিয়েছি। দিদির কাছে থেকে কোনও আদেশ বা উপদেশ এলে আমরা তা সর্বান্তকরণে বাস্তবায়িত করার জন্য ঝাঁপিয়ে পড়তাম। মান-অভিমান থাকতে পারে, কিন্তু তাঁর সৌজন্যবোধে কোনওদিন কোনও কার্পণ্য দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মতপার্থক্য থাকলেও কীভাবে সৌজন্য দেখাতে হয়।

মমতার মুখে শোভনের নাম শুনে কেঁদে ফেললেন বৈশাখী

মমতার মুখে শোভনের নাম শুনে কেঁদে ফেললেন বৈশাখী

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোভন চট্টোপাধ্যায়ের নাম শুনে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় কেঁদে ফেললেন এদিন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বরাবরই ওঁকে কাজের ছেলে হিসেবেই দেখেছেন। ব্যক্তিগত পরিসরে যখন আমাদের সঙ্গে তাঁর কথা হয়, শোভনের ভাবনা-চিন্তা, কর্মপ্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন। জোকা-তারাতলা মেট্রোয় শোভনের ভূমিকার কথা স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী। এটা শোভনের একটা বড় প্রাপ্তি।

শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা শোভনের

শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা শোভনের

এদিন আবার শোভন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন. সরকারি অনুষ্ঠানে যেভাবে বিরোধ দলনেতা কুৎসা করছেন, অপপ্রচার করছেন এবং যে ভাষা, আক্রমণ করছেন, তরা নিন্দা জানাচ্ছি। তাঁর নাম মুখে আনতেই খারাপ লাগছে। তৃণমূল কংগ্রেসে এতদিন লালিত হয়েছেন তিনি, তাঁর মুখে এই ভাষা সত্যি নিন্দনীয়।

শোভনকে নিয়ে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শোভনকে নিয়ে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেললাইন স্থাপনের জন্য জমি সমস্যা মেটানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। বেহালা হয়ে তারাতলা পর্যন্ত মেট্রোর জমি সমস্যা মেটাতে শোভনের অবদানের কথা স্বীকার করেন। তিনি বর্তমান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নামও নেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।