Bigg Boss new entrant: বিগ বসের ঘরে বিরাট চমক! হাজির নতুন অতিথি, নাম-পরিচয়ে অবাক সবাই

Advertisement

হিন্দি টেলিভিশন চ্যানেলগুলির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল বিগ বস। বিগত কয়েক বছর ধরে এক শোয়ের জনপ্রিয়তা বেড়েছে। এই বছর শুরু হয়েছে বিগ বস ১৬। তাও মাস তিনেক পূর্ণ হতে চলল এই রিয়েলিটি শো শুরু হয়েছে যে। রোজই নতুন নতুন টপিক, বিতর্ক, আলোচনা, গেম, প্লটিং চলছে। এবার তারই মাঝে নতুন চমক নিয়ে হাজির বিগ বস। বিগ বস হাউজে এলেন নতুন সদস্য, নাম মাহিম। কিন্তু কে ইনি?

নতুন যে পর্ব সম্প্রচারিত হয়েছে এই শোয়ের সেখানে এই নতুন প্রতিযোগীকে দেখা গিয়েছে বিগ বস হাউজে আসতে। তবে কী ভাবছেন ইনি কোনও সেলিব্রিটি? হ্যাঁ, সেলিব্রিটি তো বটেই, তবে মানুষ নয়। তাহলে? মাহিম হল একটি সারমেয়। আর এখান থেকে বুঝতে পারছেন মাহিম কোনও প্রতিযোগী নয়, বরং সদস্য। কিছুদিন আগেই এবারের অন্যতম প্রতিযোগী টিনা দত্ত তাঁর পোষ্য রানিকে হারিয়েছেন, অন্যান্য অভিনেতারাও তাঁদের পোষ্যদের মিস করেন। তাই তাঁদের মন ভালো করার জন্য মাহিমকে নিয়ে আসা হয়েছে। এটাই বিগ বসের চমক এবং উপহার।

এমন উপহার পেলে কে না খুশি হয়! তবে এটা প্রথমবার নয়। এর আগেও বিগ বস হাউজে সারমেয়র দেখা মিলেছে। অ্যাঞ্জেল নামক একটি সারমেয়কে বেশ কয়েকটি সিজন আগে দেখা গিয়েছিল।

এই বিষয় উল্লেখযোগ্য, মাহিম যেমন উপহার হিসেবে এই বিগ বস হাউজে প্রবেশ করল তেমনই প্রতিযোগীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আব্দু রজিকও কিন্তু ফিরে এসেছেন। তিনি মাঝে কদিনের বিরতি নিয়েছিলেন। জানা গিয়েছে একটি গেম প্রজেক্টের জন্য তিনি ছিলেন না। তবে সম্প্রতি তিনি আবার ফেরত এসেছেন। সাজিদ খান থেকে নিমরত-সহ অনেকেই খুশি তাঁকে আবার ফিরে পেয়ে।

বিগ বস ১৬ প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০টা থেকে দেখা যায় এবং শনি রবিবার বিগ বসের উইকএন্ড কা ভার পর্ব দেখা যায় ৯টা থেকে। কালার্স টিভিতে সম্প্রচারিত এই রিয়েলিটি শো।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।