Asansol: কম্বল কাণ্ডে চুতর্থবার জিজ্ঞাসাবাদ চৈতালি তেওয়ারিকে

Advertisement

আদালত নির্দেশ দিয়েছিল, শনিবার ও সোমবার ২ ঘণ্টা করে আসানসোল পুরসভার কাউন্সিলার চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। সেই মতো শনিবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার ফের জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলারের বাড়িতে গেল পুলিশ। গত শনিবার তাঁকে প্রায় দুঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এ দিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ সাতজনের একটি দল কাউন্সিলারের বাড়িতে পৌঁছে যায়। এই দলে ছিলেন দুই এসিপি, মহিলা থানার ওসি, উত্তর থানার ওসি, গোয়েন্দা বিভাগের দুই অফিসার। এছাড়া দুই ভিডিয়োগ্রাফারকেও সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকে পুলিশ।

আসানসলোর একটি শিবচর্চা অনুষ্ঠানে কম্বল প্রদানকে কেন্দ্র করে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়ি সময় পদপিষ্ট হয়ে তিনজন মারা যান, আহত হন অনেকে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। মৃত এক ব্যক্তির পরিবারের পক্ষ থেকে পুলিশে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হয় কাউন্সিলার চৈতালি তেওয়ারি-সহ আরও দুই বিজেপি নেতার বিরুদ্ধে। পুলিশ পক্ষ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয় চৈতালি তেওয়ারির বাড়িতে। কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হন।

আদালত পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও রক্ষাকবচ দেয় বিজেপি কাউন্সিলারকে।  আদালত জিজ্ঞাসাবাদের জন্য় নির্দিষ্ট দিন ঠিক করে দেয়। সোমবার ও শনিবার ঘণ্টা করে চৈতালি তেওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। ওই সময় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে না। আদালতের নির্দেশ পেয়ে শুক্রবার ফের নোটিস দেয়। তবে ওই দিন তিনি বাড়িতে ছিলেন। সূত্রের খবর, তিনি পুলিশের সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন। এর পর আবারও চতুর্থ নোটিশ দেয় পুলিশ এবং সোমবার তাঁকে জেরা করে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।