উইলিয়ামসনের মতো কাউকে বেসপ্রাইসে পাব, ভাবতে পারিনি- দাবি GT কোচ আশিস নেহরা – I’m very surprised that we got somebody like Kane Williamson at base price

Advertisement

শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে তাঁর বেসপ্রাইস ২ কোটি টাকাতেই দলে নিয়েছে গুজরাট টাইটান্স। গত মরশুমে খারাপ পারফরম্যান্সের কারণে উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। তার পরেই কোচিতে নিলামের টেবলে ওঠে কেন উইলিয়ামসনের নাম। সেখান থেকেই তাঁকে তাঁর বেসপ্রাইস ২ কোটিতে কিনে নিয়েছে গুজরাট টাইটান্স। নিলামে আর অন্য কোনও ফ্রাঞ্চাইজি কেনের প্রতি আগ্রহ না দেখানোতে বেশ অবাকই হয়েছেন আশিস নেহরা। পাশাপাশি তিনি জানিয়েও দিয়েছেন, কেন উইলিয়ামসনকে এ বার দলে নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল গুজরাট টাইটান্স।

আরও পড়ুন: এখনই হয়তো T20 আর ODI-এ দায়িত্ব হারাচ্ছেন না দ্রাবিড়

জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে আশিস নেহেরা জানিয়েছেন, ‘আমি খুব হতবাক হয়েছি বেসপ্রাইসে কেন উইলিয়ামসনকে আমরা দলে নিতে পেরেছি বলে। উইলিয়ামসনের মতন একজন ক্রিকেটার, যিনি দলে প্রচুর অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে দলে যোগ দেবেন। উনি একজন পরীক্ষিত ক্রিকেটার। আইপিএলে ওঁর কয়েকটা মরশুম খুব একটা ভালো যায়নি। আইপিএলে খুব দ্রুতগতির ক্রিকেট খেলা হয়। চিন্তা করার সময়ই বেশ কম থাকে। দৃষ্টিভঙ্গি বদলানোর সময় থাকে কম। আমি মনে করি, উনি যদি এর থেকে বেশি দামেও বিক্রি হতেন, সে ক্ষেত্রেও আমরা ওঁকে নিতাম।’

আরও পড়ুন: কোহলি যা করেছে, সেটা ভোলার নয়- মীরপুরে ঝামেলা নিয়ে বিরাটকেই একহাত নিলেন গাভাসকর

তিনি আরও বলেন, ‘আমাদের ওঁর উপর আলাদা আস্থা, বিশ্বাস রয়েছে। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ করতে চেয়েছি দলে। কেন (উইলিয়ামসন) যে কোনও দলের জন্য অনেক কিছু সঙ্গী করে নিয়ে আসবে। আমরা ভাগ্যবান যে, ওঁকে আমরা দলে নিতে পেরেছি। তার উপরে ওঁকে বেসপ্রাইসেই নিতে পেরেছি। সত্যি বলতে, আমরা কেন উইলিয়ামসনের মতন কাউকে তাঁর বেসপ্রাইসে পাব, সেটা ভাবতেই পারিনি। দলে কেন উইলিয়ামসনকে নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। তাতে করে যদি বেসপ্রাইসের থেকে ওঁকে বেশি টাকাতেও নিতে হত, তাতেও আমরা ঝাঁপাতাম।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।