টেনশনে হাত কাঁপছিল। তাই ভুলকরে ২০২১ সালের বদলে ২০২২ সাল লিখে ফেলেছিলেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগকারী। ঘটনার চার দিনের মধ্যে বয়ান বদল করলেন তৃণমূল কংগ্রেস নেতা শিবঠাকুর মণ্ডল। সেই সঙ্গে পরিকল্পনা করে টাকা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তাঁর আত্মীয় যে অভিযোগ করেছেন সেটাও খারিজ করে দিয়েছেন শিবঠাকুর মণ্ডল।
বয়ান বদল শিবঠাকুর মণ্ডলের
গত সোমবারেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শিব ঠাকুর মণ্ডল। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই রাতারাতি পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করে। তাঁকে গ্রেফতার করে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে দুবরাজ পুরে। এরই মধ্যে বয়ান বদল করে বসেছেন তিনি। অনুব্রত মণ্ডল তাঁকে হত্যার চেষ্টা করেছিলেন ২০২১ সালে বিধানসভা ভোটের আগে। কিন্তু পুলিশে অভিযোগ জানানোর সময় ভয়ে হাত কাঁপছিল তাই ভুল করে ২০২২ সাল লিখে ফেলেছেন বলে দাবি করেছেন শিব ঠাকুর মণ্ডল।
বিস্তারিত আসছে…