Ullas Pandalam’s wife Death Case: বাড়ি থেকেই উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ, নিঁখোজ মামলা দায়ের করেছিলেন অভিনেতা!

Advertisement

মালায়ালি ছবির জনপ্রিয় অভিনেতা তথা কৌতুকশিল্পী উল্লাস প্যান্ডালামের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় আশা দেবীকে উদ্ধার করে প্যান্ডালাম পুলিশ। মৃতার বয়স ৩৮ বছর। 

আশ্চর্যের ঘটনার হল, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না- কেরল পুলিশের কাছে এমনই অভিযোগ জানিয়েছিলেন অভিনেতা উল্লাস প্যান্ডালাম। সেই মামলার তদন্ত করতে এসেই মঙ্গলবার ভোররাতে অভিনেতার বাড়ি থেকে তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালায়ালাম ছবি ইন্ডাস্ট্রিতে। 

পুলিশ সূত্রে খবর, আশা দেবীর মৃত্যুর সময় বাড়িতেই ছিলেন উল্লাস। মৃত্যুর আগের রাতে দুই ছেলে ইন্দ্রজিৎ এবং সূর্যজিৎ-এর সঙ্গে বাড়ির একতলায় ঘুমিয়েছিলেন অভিনেতার স্ত্রী। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আত্মহত্যাই করেছেন আশা প্যান্ডালাম। অস্বাভাবিকমৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে কেরল পুলিশ। 

অভিনেতার শ্বশুর তথা মৃতার বাবা জানিয়েছেন, ‘হয়ত আত্মহত্যাই করেছে মেয়ে। তবে স্বামীর সঙ্গে ওর কোনও ঝামেলা ছিল না। হয়ত অন্য কোনওকারণে এই চরম সিদ্ধান্ত’। 

মিমিক্রি আর্টিস্ট হিসাবে প্রচারের আলোয় উঠে এসেছিলেন উল্লাস। একাধিক ছবি এবং সিরিয়ালে কৌতুকাভিনেতা হিসাবে দর্শক দেখেছে তাঁকে। মেগাস্টার মামুথির সুপারহিট ছবি ‘দৈবথিন্তে স্বান্তাম ক্লিটাস’-এর সঙ্গে রুপোলি সফর শুরু উল্লাস প্যান্ডালামের। এরপর ‘ইথু থানাডা পুলিশ’, ‘কামুকি’, ‘হাসয়াম’, ‘কারনান নেপোলিয়ান ভগত সিং’-এর মতো ছবিতে কাজ করেছেন উল্লাস। 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।