বাংলা নিউজ > ময়দান > Lionel Messi in FIFA World Cup 2022: ৩৬ বছর পর আর্জেন্তিনাকে জেতালেন বিশ্বকাপ! সঙ্গে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন মেসি
Advertisement
Updated: 18 Dec 2022, 11:25 PM IST
লেখক Ayan Das
Lionel Messi in FIFA World Cup 2022: শেষ ৩৬ বছরের প্রতীক্ষা। বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। লাতিন আমেরিকার দেশকে বিশ্বসেরা করলেন লিওনেল মেসি। যিনি ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দুটি গোল করেন। সেইসঙ্গে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র। কী কী রেকর্ড গড়লেন তিনি, তা দেখে নিন –
1/7প্রথম খেলোয়াড় হিসেবে একটি বিশ্বকাপের প্রতিটি নক-আউট ম্যাচে গোল করার নজির গড়লেন লিওনেল মেসি। ‘রাউন্ড অফ ১৬’-তে অস্ট্রেলিয়া, কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করলেন। (ছবি সৌজন্যে রয়টার্স)2/7তাৎপর্যপূর্ণভাবে কাতারে আসার আগে বিশ্বকাপের নক-আউট পর্বে একটিও গোল ছিল না মেসির। ২০১৪ সালে ব্রাজিলের বিশ্বকাপে ফাইনালে উঠলেও গেল করতে পারেননি। এবার তা সুদে-আসলে পুষিয়ে নেন মেসি। এবার নক-আউটে প্রায় সব গোলই পেনাল্টি থেকে গোল করেছেন। (ছবি সৌজন্যে এপি)3/7‘রাউন্ড অফ ১৬’-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত গোল করেছিলেন মেসি। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন। পরে টাইব্রেকারেও গোল করেছিলেন। সেমিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। ফাইনালে প্রথম গোলটা করেন পেনাল্টি থেকে। তারপর ১০৯ মিনিট গোল করে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতালেন। (ছবি সৌজন্যে এপি)4/7বিশ্বকাপ ফাইনালে নেমেই ইতিহাস তৈরি করেছেন মেসি। পুরুষদের বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে জার্মানির লোথার ম্যাথিউজকে ছাপিয়ে গিয়েছেন। আজ বিশ্বকাপে ২৬ তম ম্যাচ খেলতে নেমেছেন। জার্মানির মহাতারকা ২৫ টি ম্যাচে খেলেছিলেন। (ছবি সৌজন্যে এপি)5/7বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি সময় খেলার রেকর্ড গড়েছেন মেসি। পাওলো মালদিনি ২,২১৭ মিনিট খেলেছিলেন। আজ ফাইনালে পুরো ১২০ মিনিট খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। (ছবি সৌজন্যে এএফপি)6/7বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি জয়ের নজির স্পর্শ করলেন মেসি। ফ্রান্সের বিরুদ্ধে জয়ের ফলে বিশ্বকাপে ১৭ টি ম্যাচ জিতলেন তিনি। সমসংখ্যক ম্যাচে জিতেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজে। (ছবি সৌজন্যে রয়টার্স)7/7প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে দু’বার গোল্ডেন বল জিতলেন আর্জেন্তিনার অধিনায়ক মেসি। ২০১৪ সালের ফাইনালে জার্মানির বিরুদ্ধে হেরে গেলেও সেবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এবার হাতে এক হাতে বিশ্বকাপের ট্রফি এবং অন্য হাতে গোল্ডেন বল ধরলেন মেসি। (ছবি সৌজন্যে রয়টার্স)