Sovandeb on Awas Corruption: ‘অন্যায় করেছেন’, আবাস দুর্নীতি নিয়ে সরব শোভনদেব, সতর্ক করলেন তৃণমূল কর্মীদের

Advertisement

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম তোলা নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। প্রায় সব জেলাতেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবাস যোজনায় অনৈতিক ভাবে নাম তোলার অভিযোগ উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এতে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। আর তাই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতারা। এই আবহে এবার আবাস দুর্নীতি নিয়ে সরব বলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল নেতার স্পষ্ট বক্তব্য, যারা অনৈতিক ভাবে তালিকায় নাম তুলিয়েছে, তারা অন্যায় করেছে। প্রসঙ্গত, শনিবার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার সাড়ে সাতশ কৃষককে সম্মান জানানো হয় এক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই আবাস দুর্নীতি নিয়ে মুখ খোলেন শোভনদেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার।

শনিবার এক জনসভা থেকে তৃণমূল কর্মী, সমর্থকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজের সম্পদ বৃদ্ধি করে বাহবা পাওয়া যায় না। এটা কোনও কৃতিত্বের বিষয় না। যিনি এটা করেছেন তিনি অন্যায় করেছেন। গ্রাম পঞ্চায়েতের পদে থেকে যদি কেউ অনৈতিকভাবে অর্থ নিয়ে থাকেন তারা অন্যায় করেছেন।’ মন্ত্রীর কথায়, ‘অধিকাংশ ক্ষেত্রেই গরিবদের পঞ্চায়েতে টিকিট দেওয়া হয়ে থাকে। তাঁদের হাত দিয়ে যাতে মানুষ সুবিধা পান, তার জন্য এটা করা হয়ে থাকে। তিনি নিজে পাবেন বলে তো তাঁকে পঞ্চায়েতের সদস্য করা হয়নি। এটা যারা করেছেন তারা সম্পূর্ণ ভুল কাজ করেছেন।’

এদিকে শুধু দলীয় নেতা-কর্মীদের সতর্ক করাই নয়, বিজেপিকেও এদিন কটাক্ষ করেন শোভনদেব। অমিত শাহের সফরকালে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের ‘বন্ধুত্ব’ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘সকাল বিকালে ওরা তো ঝগড়াই করে যান। এখন অমিত শাহ এসে কান মলে দিয়েছেন। কাল-পরশু তাঁরা আবার সব ভুলে যাবেন। ততক্ষণে কানের ব্যথাও চলে যাবে। আবার নিজেরা নিজেদের মধ্যে লেগে যাবেন।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।