আজ রাতে সবার নজর একটাই দিকে। আর্জেন্টিনা নাকি ফ্রান্স। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে, পাড়ার পর পাড়া সেজে উঠেছে আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের পতাকায়। তবে কেবল সাধারণ মানুষরা নন, তারকারাও এই খেলা নিয়ে ব্যাপক উত্তেজিত। রবিবার অনুষ্ঠিত হতে চলা ফিফা বিশ্বকাপের ফাইনালে কোন তারকা কাকে সমর্থন করছেন জানেন? অর্জুন কাপুর জানিয়ে দিয়েছেন আজ রাতে তিনি গলা ফাটাবেন আর্জেন্টিনার হয়ে। বাদ যাচ্ছেন না বরুণ ধাওয়ানও।
অর্জুন একটি ছোট ভিডিয়ো পোস্ট করেন এদিন। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োতে অভিনেতার হাতে ১০ নম্বরের একটি জার্সি ধরে থাকতে দেখা যায়। আর এই জার্সিটা কার সেটা নিশ্চয় আর নতুন করে বলতে হবে না? অভিনেতা এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘তোমাকেই আজ সমর্থন করব লিওনেল মেসি, কারণ এই কাপ তুমি ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নন।’
অন্যদিকে বরুণ ধাওয়ানকেও আর্জেন্টিনার জার্সি পরে ছবি দিতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁকে ফুটবল নিয়ে মুম্বইয়ের সমুদ্রের পাড়ে পোজ দিতে দেখা যায়। আর আর তাঁর জার্সি বলে দিয়েছে আজ রাতে তিনি কোন দলকে সমর্থন করছেন। তিনি এই ছবি পোস্ট করে তাঁর ভক্তদের প্রশ্ন করেছেন ‘আজ রাতে তোমরা ফিফা বিশ্বকাপের ফাইনালে কোন দলকে সমর্থন করছ?’
তবে অর্জুন কিংবা বরুণের মতো একাধিক তারকারা যে সমর্থন করছেন সেটা কিন্তু নয়, একাধিক তারকা তো সোজা কাতারে উড়ে গেছে মাঠে বসে খেলা দেখবেন বলে। আর সেই দলে নাম লিখিয়েছেন কার্তিক আরিয়ান। তিনি ফ্লাইটে বসে একটি ছবি পোস্ট করেন এবং তাতে লেখেন, ‘ফুটবল মানেই ভালোবাসা।’
এর আগে তো জানা গিয়েছিল শাহরুখ খানও এদিন মাঠে থাকবেন। তবে তিনি কাকে সমর্থন করছেন আজ? শনিবার অভিনেতা টুইটারে যে আস্ক মি এনিথিং সেশন করেছিলেন সেখানে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আরে বন্ধু! মন মেসি বলছে কিনা বলো? তবে এমবাপ্পাকেও খেলতে দেখার মধ্যে আলাদা মজা আছে।’
শাহরুখের টুইট
ফলে বুঝতেই পারছেন রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে পারদ যে চড়ছে। আর সকলেই এই বছরের মতো শেষবার ফুটবল জ্বরে আক্রান্ত হয়েছেন। এখন দেখার পালা কাপ কার হাতে ওঠে, আর্জেন্টিনা নাকি ফ্রান্স?