মেডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি পেডিয়াট্রিক কাফ সিরাপকে আপাতত ‘ক্লিনচিট’ দিল কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, হরিয়ানায় ওই সংস্থা থেকে যে নমুনা বাজেয়াপ্ত করা হয়েছিল, তার গুণগত মান ঠিকঠাক।
‘উক্ত ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং তদন্তকারী দল চণ্ডীগড়ে আঞ্চলিক ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে (RDTL) তার পরীক্ষা ও বিশ্লেষণ করিয়েছিল। সরকারি বিশ্লেষকের রিপোর্ট অনুযায়ী, নমুনাগুলি সঠিক মানের বলে ঘোষণা করা হয়েছে। উক্ত নমুনাতে ডাইথিলিন গ্লাইকোল (DIG) এবং ইথিলিন গ্লাইকোলেরও(EG) রিপোর্ট নেগেটিভ এসেছে,’ রাজ্যসভায় জানিয়েছেন রাসায়নিক ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবন্ত খুবা। আরও পড়ুন: Dolo 650 লিখতে চিকিত্সকদের ১,০০০ কোটির ‘উপহার’, কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের
সরকার WHO এবং গাম্বিয়ার কর্তৃপক্ষের কাছে শিশুদের মৃত্যুর জন্য ‘দায়ী’ ওষুধের নমুনা চেয়ে পাঠিয়েছে। কিন্তু সেই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। যে ওষুধ খাওয়া ৬৬ জনের মৃত্যু হয়েছিল।
WHO-এর সতর্কবার্তার পর, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সংস্থা CDSCO এবং হরিয়ানার ড্রাগ কন্ট্রোলার সমন্বিতভাবে ফার্মের কারখানাগুলিতে তদন্ত চালায়। ১, ৩, ৬ এবং ৭ অক্টোবর ফার্ম পরিদর্শন করেন সরকারি আধিকারিকরা। মোট ১২টি নিয়ম লঙ্ঘন হয়েছে বলে উল্লেখও করেছেন তদন্তকারীরা। যদিও ভারতের নমুনাগুলিতে ডাইথিলিন গ্লাইকোল (DIG) এবং ইথিলিন গ্লাইকোলের(EG) হদিশ মেলেনি। আরও পড়ুন: Covid-19 Origin: ‘তথ্য দিন,’ আর্জি চিনকে, করোনার উৎস এখনও খুঁজে চলেছে WHO
রাজ্য সরকার আপাতত কারখানা বন্ধ করার নির্দেশ দিয়েছে। মেডেনকে এর প্রেক্ষিতে পদক্ষেপের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।