Howrah Hooghly
oi-Sanjay Ghoshal

কংগ্রেস নেতা আবদুল মান্নানকে নিজের রাজনৈতিক গুরু মানলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার হঠাৎ আবদুল মান্নানের বাড়িতে হাজির হয়ে তাঁকে সম্মান প্রদর্শন করেন দিলীপবাবু। তাঁকে নিজের রাজনৈতিক শিক্ষাগুরুর মর্যাদা দেন।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের এই ক্রিয়াকলাপে সৌজন্যের নয়া দিগন্ত তৈরি হয়। সেইসঙ্গে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনার অবতারণা হয় এদিন। যদিও সমস্ত জল্পনাকে সরিয়ে এদিন গুরুর প্রতি শিষ্যের সম্মানই প্রধান হয়ে ওঠে।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কংগ্রেস নেতার বাড়ি গিয়ে দেখা করেন। কংগ্রেসের প্রবীণ নেতা আবদুল মান্নানকে একটি শালও উপহার দেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে দিলীপবাবু এদিন কংগ্রেসের প্রবীণ নেতা আবদুল মান্নানকে নিজের মাস্টারমশাই বলে উল্লেখ করেন। বলেন, তাঁকে দেখেই শিখেছি পরিষদীয় রাজনীতি। তাঁকেই মেনেছি রাজনৈতিক শিক্ষাগুরু।
শুক্রবার হুগলির ব্যান্ডেলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তিনি সেই কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে যান দিলীপ ঘোষ। মান্নান সাহেবের বাড়িতে চা পান করেন। উভয় নেতার মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। যুযুধান দুই পক্ষের নেতা দিলীপ ও মান্নান। তাঁদের সৌজন্যে সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়।
রাজ্য রাজনীতিতে যখন বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব চলছে, শুভেন্দু বনাম দিলীপ দ্বৈরথ চলছে, তখন কংগ্রেস নেতা মান্নানের বাড়িতে যাওয়া তাৎপর্যপূর্ণ। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কেন্দ্রীয়মন্ত্রী অমিত শাহরা যখন কংগ্রেসমুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখছেন, তখন কংগ্রেস নেতাকে নিজের রাজনৈতিক শিক্ষাগুরু বলে বর্ণনা করাও সাহসের বলে রাজনৈতিক মহল মনে করছে।
তারপর রাজ্যে পঞ্চায়েত ভোট সামনে। এদিনই আবার অমিত শাহ এসেছেন রাজ্যে। তার আগে কোনও ভোট সমীকরণের জন্য এই সাক্ষাৎ কি না, সে প্রশ্নও রয়ে যায়। তবে সেইসব জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানান, গত কয়েকদিন ধরেই শারীরিকভাবেই অসুস্থ ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান। তাই তাঁকে দেখতেই তাঁর এখানে আসা।
বিজেপির দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার পথে অবদুল মান্নানের শারীরিক অসুস্থতার কথা শুনে তিনি দেখতে গিয়েছিলেন। দিলীপ ঘোষ এদিন মান্নানের শেওড়াফুলির বাড়িতে যান। তাঁদের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত নির্বাচন সামনে, তারপর দুই রাজনৈতিক ব্যক্তি যখন মিলিত হচ্ছে রাজনৈতিক কথাবার্তা হবে সেটাই স্বাভাবিক।
English summary
BJP MP Dilip Ghosh gives an honor to Congress leader Abdul Mannan as political teacher.
Story first published: Friday, December 16, 2022, 23:39 [IST]