সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য মৃত্যু নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা। আইনজীবী বদরুল করিম আজ প্রধানবিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এই ঘটনা নিয়ে। তাতে মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই বগটুই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি।
হাইকোর্টে জনস্বার্থ মামলা
বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের গ্রেফতারির ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কর্মরত কোন বিচারপতির তত্তাবধানে বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আইনজীবী বদরুল করিম এই আর্জি জানান। যেভাবে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হয়েছে তা স্বাভাবিক নয় বলে আদালতে জানিয়েছেন সেই আইনজীবী। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার কথা।
বিস্তারিত আসছে…