বিয়েবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, যোধপুরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২

Advertisement

রাজস্থানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। রাজস্থানের যোধপুরে বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন এই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২জন। জেলাশাসক হিমাংশু গুপ্তা জানিয়েছেন, সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২জন। মঙ্গলবার আরও চারজনের মৃত্যু হয়েছে। আরও ৩৩জনের হাসপাতালে চিকিৎসা চলছে।

জেলা প্রশাসন জানিয়েছে রোগীদের পরিষেবার জন্য নার্সদের টিমকেও রেডি রাখা হয়েছে। চিকিৎসকদের টিমও প্রস্তুত রয়েছে। একজন জেনারেল সার্জেন, প্লাস্টিক সার্জেন, পেডিয়াট্রিক সার্জেন, অ্যানাসথেসিস্টকে তৈরি রাখা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। যোধপুর থেকে প্রায় ১১০ কিমি দূরে শেরগড় তহশিল এলাকায় একটি বিয়ে বাড়িতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি।

বরের বাড়িতে জড়ো হয়েছিলেন অতিথিরা। তাদের জন্য খাবার তৈরি করা হচ্ছিল। এদিকে স্টোররুমে গ্যাস সিলিন্ডার রাখা ছিল।সেখান থেকে গ্যাস কোনওভাবে লিক করে যায়। আর তখনই আচমকা বিস্ফোরণ। বিয়ের আনন্দ অনুষ্ঠানে বদলে যায় বিষাদে। একের পর এক অতিথি জখম হন। বাড়ির একাংশ ভেঙে পড়ে। এক এক করে উদ্ধার করা হয় আহতদের। কিন্তু ততক্ষণে মৃত্য়ু হয়েছে কয়েকজনের। ভয়াবহ পরিস্থিতি। হাসপাতালেই এদিন আরও চারজনের মৃত্যু হয়েছে। কার্যত মৃত্য়ু মিছিল রাজস্থানের বিয়ে বাড়িতে। কীভাবে এত বড় দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে রাজস্থান সরকার আহতদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে। মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে আর্থিক সহাতা করা হচ্ছে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।