Kolkata Metro timings for Primary TET 2022: TET পরীক্ষার সকালে কখন থেকে মেট্রো চলবে? কোন জায়গায় প্রথম ট্রেন কটায় ছাড়বে?

Advertisement

রবিবার (১১ ডিসেম্বর) প্রাথমিক টেট পরীক্ষা আছে। সেজন্য আটটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রয়োজনে সেই সংখ্যাটা আরও বাড়ানো হতে পারে। সেইসঙ্গে সকালে মেট্রোর সময়ের ব্যবধানও কমানো হয়েছে। তবে প্রথম মেট্রোর সময় পালটানো হয়নি।

রবিবার (১১ ডিসেম্বর) প্রথম মেট্রোর সময়সূচি

  • দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৯ টা। 
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৯ টা। 
  • দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৯ টা। 
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৯ টা।

রবিবার (১১ ডিসেম্বর) শেষ মেট্রোর সময়সূচি

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৭ মিনিট। 
  • কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট।
  • দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

আরও পড়ুন: Special Local Trains for TET 2022: TET-র জন্য রবিবার শিয়ালদা ডিভিশনে চলবে ৩২ স্পেশাল লোকাল ট্রেন, দেখুন পুরো তালিকা

টেট পরীক্ষার জন্য কলকাতা মেট্রোর বিশেষ বন্দোবস্ত

১) টেট পরীক্ষার আগে আটটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। মোট ১৩৮ টি মেট্রো (৬৯ আপ ও ৬৯ ডাউন মেট্রো) চলবে। এমনিতে রবিবার ১৩০ টি মেট্রো চলাচল করে।

২) সকালে নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে সাত মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। বিকেলের দিকে ১০ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।

৩) কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টেট পরীক্ষার্থীদের সাহায্যের জন্য প্রতিটি স্টেশনে মেট্রোর কর্মীরা হাজির থাকবেন। সেইসঙ্গে দক্ষিণেশ্বর, দমদম, শোভাবাজার-সুতানটি, এসপ্ল্যানেড এবং মহানায়ক উত্তর কুমার স্টেশনে বাড়তি কর্মী মোতায়েন করা হবে।

আরও পড়ুন: Primary TET 2022 Tips: রবিবার প্রাথমিক টেট, শেষ মুহূর্তে এই টিপসগুলো মাথায় রাখতে হবে, ভুল হলেই বিপদ

(বিশেষ দ্রষ্টব্য: রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে। টেট পরীক্ষার দিনও পরিষেবা মিলবে না।)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।