Accident: সিগন্যাল ভেঙে উড়ে এল গাড়ি, পরপর ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা চিংড়িঘাটায়

Advertisement

ভয়াবহ দুর্ঘটনা চিংড়িঘাটায়। একের পর এক গাড়িতে ধাক্কা দিয়ে উলটে গেল একটি চারচাকা গাড়ি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিক্কো পার্কের কাছেই এই দুর্ঘটনা। একের পর এক গাড়িকে, পথচারীদের ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। এই দুর্ঘটনার জেরে মারাত্মক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এমনকী গার্ডরেল দিয়ে ঘাতক গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরেও গাড়িটি থামেনি। অত্যন্ত বেপরোয়া গতিতে কার্যত উড়ে এসে গাড়িটি ধাক্কা দেয় অপর গাড়িকে। এরপর গার্ডরেলে গিয়ে ধাক্কা দেয় গাড়িটি। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে গার্ডরেলও বেঁকে যায়। কীভাবে হল দুর্ঘটনাটি?

প্রত্যক্ষদর্শীদের মতে, নিকোপার্ক থেকে বাইপাসের দিকে আসছিল লাল রঙের একটি গাড়ি। চিংড়িঘাটার কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এদিকে গাড়ির গতি যথেষ্টই বেশি ছিল। এরপরই একের পর এক গাড়িতে ধাক্কা মারতে শুরু করে গাড়িটি। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পথচারীরা। পর পর গাড়িতে ধাক্কা মারতে শুরু করে ওই গাড়িটি। একাধিক পথচারীও জখম হন। রাস্তায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তারা।সূত্রের খবর, পুলিশকর্মী সহ অন্তত ৭জন জখম হয়েছেন দুর্ঘটনায়।

এক প্রত্যক্ষদর্শীর মতে, লোহারপুলের দিক থেকে গাড়িটি আসছিল। পুলিশ দাঁড় করানোর চেষ্টা করে। সেই সময় দাঁড়ায়নি গাড়িটি। তারপর একের পর এক গাড়িতে ধাক্কা মারে। সামনেই দেখলাম ৬জন জখম হয়েছেন। গৌতম দে নামে এক বাইক আরোহী বলেন, গাড়িটি পরপর গাড়িকে মারল। লাল রঙের গাড়িটা বিয়ে বাড়ির গাড়িকেও ধাক্কা দেয়। সিগন্যাল ভেঙে চলে এসেছিল গাড়িটি। ভয়াবহ দুর্ঘটনা।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।