বাংলা নিউজ > ঘরে বাইরে > DA Case in Supreme Court Updates: আসেননি সরকারি আইনজীবী, DA মামলায় সুপ্রিম কোর্টে কিছুটা সময় চাইল রাজ্য: ফেডারেশন
Advertisement
Updated: 05 Dec 2022, 02:52 PM IST
লেখক Ayan Das
DA Case in Supreme Court Updates: আজ সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি আছে। কলকাতা হাইকোর্টের চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল, তা নিয়ে আজ শুনানি হতে চলেছে। সেই মামলার সাম্প্রতিক আপডেট (প্রথম থেকে শেষ) দেখুন এখানে –
1/4রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের দাবি, সাত নম্বর কোর্টে প্রায় ৬০ টি মামলা আছে। তারপর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা উঠবে। দুপুর ২ টো ৫২ মিনিট পর্যন্ত ৪৯ নম্বর মামলা চলছে। সেক্ষেত্রে হাতে কতটা সময় পড়ে থাকবে, তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবি সৌজন্যে ফেসবুক)2/4সোমবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের সাত নম্বর এজলাসে ৩৪ নম্বর সিরিয়ালে ডিএ মামলা ওঠার কথা ছিল। কিন্তু অনেকেই দাবি করেন, অনলাইনে ৩৩ নম্বর দেখা গিয়েছে। তারপর ৩৫ নম্বর সিরিয়াল দেখানো হয়েছে। কী কারণে সেটা হল, তা নিয়ে অনেকেই আশঙ্কায় ভুগতে থাকেন। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘সরকারি আইনজীবী না আসায় সরকার কিছুটা সময় চেয়েছে। একটু পরে আবার (সুপ্রিম কোর্টে মামলা) উঠবে।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)3/4আজ সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি আছে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। গত ২৮ নভেম্বর প্রাথমিকভাবে সেই মামলাটি উঠেছিল। সেইসময় রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবী দাবি করেছিলেন, সময়ের অভাবে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। ৫ ডিসেম্বর মামলাটি উঠবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)4/4উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলছে। ২০১৬ সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) থেকে মামলা শুরু হয়েছিল। কলকাতা হাইকোর্টে ঘুরে ফের স্যাটে এসেছিল। শেষপর্যন্ত চলতি বছরের ২০ মে হাইকোর্ট রায় দেয়, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যা ২২ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। বহাল রাখা হয়েছিল ২০ মে’র রায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)